ইয়েমেনে ইরান সমর্থিত কুখ্যাত হুথি সন্ত্রাসীদের পুঁতে রাখা ল্যান্ড মাইন বিস্ফোরণে ২ শিশু নিহত হয়েছে। গত ১ ডিসেম্বর ইয়েমেনের মধ্য প্রদেশের মারিবে এ ঘটনা ঘটে। হুথি সন্ত্রাসীদের পুঁতে রাখা ল্যান্ড মাইনে আজ বিপর্যস্ত বেসামরিক সাধারণ মুসলিমদের জীবন।
মুজাহিদদের অগ্রযাত্রা রুখতে শিয়া হুথিরা দেশের বিভিন্ন পয়েন্টে হাজার হাজার ল্যান্ড মাইন পুঁতে রেখেছে। স্কুল, হাসপাতাল, কৃষি জমি, এমনকি আবাসিক এলাকাগুলোতেও ল্যান্ড মাইন পুঁতে রেখেছে তারা। ফলে হাঁটাচলা ও দৈনন্দিন কাজের সময়ও মাইন বিস্ফোরণ ঘটছে। বেসামরিক ইয়েমেনিরা হাত-পা হারিয়ে পঙ্গু হচ্ছে চিরদিনের জন্য। এসব বিস্ফোরণে চলতি সপ্তাহেই শিশুসহ ৯ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন।
বেসামরিকদের পক্ষ থেকে এরকম অবিবেচক ও বর্বর কাজের প্রতিবাদ করা হলেও সন্ত্রাসী হুথিরা কোন পাত্তা দিচ্ছে না। ফলে হতাহতের সংখ্যাও দিন দিন বাড়ছে।
একদিকে গাদ্দার সৌদি জোটের বিমান হামলা, অন্যদিকে কুখ্যাত রাফেজি শিয়া হুথি সন্ত্রাসীদের নিপীড়ন। এছাড়াও দেশটিতে বিরাজমান রয়েছে চরম দুর্ভিক্ষ। সার্বিকভাবে ইয়েমেনের মুসলিমগণ চরম মানবেতর জীবন যাপন করছেন।
তথ্যসূত্র:
১। Houthi landmines kill more Yemenis, destroy livelihoods – https://tinyurl.com/y2e66p6t