হিন্দুত্ববাদী ছাত্র সংগঠনের মুসলিম গণহত্যা ও গণ ধর্মান্তরকরণের চক্রান্ত ফাঁস

মাহমুদ উল্লাহ

0
803

সম্প্রতি হিন্দুত্ববাদী বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) গ্রুপের চ্যাট এবং বার্তার স্ক্রিনশট ফাঁস হয়েছে। সেই ফাঁস হওয়া হোয়াটসঅ্যাপ বার্তাগুলিতে হিন্দু ছাত্ররা মুসলিমদের গণহত্যা, গণ ধর্মান্তর কিভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে আলোচনা করতে দেখা যায়।

চ্যাটটি দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির (DTU) ABVP হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে প্রকাশ করা হয়েছে।  গ্রুপটির নাম “ABVP DTU Freshers”, চ্যাট এবং বার্তাগুলির স্ক্রিনশটগুলিতে এই গ্রুপের বেশ কয়েকজন সদস্যকে গণহত্যা এবং মুসলিমদের গণধর্মান্তর নিয়ে আলোচনা করতে দেখায়৷

চ্যাটের একজন সদস্য পরামর্শ দিয়েছে যে, একটি মুসলিম অধ্যুষিত এলাকায় বোমা বিস্ফোরণ বা “অন্যান্য দুর্ঘটনা” ঘটিয়ে “অধিকাংশ মুসলমানকে নির্মূল করার” পরিকল্পনা করা যায়। অন্যদিকে অন্য একজন “ভাগওয়া লাভ জিহাদ” চালানোর জন্য মুসলিম মহিলাদের “ক্রয় বা অপহরণ” করার পরামর্শ দিয়েছে।

উল্লেখ্য, ভারতে দিন দিন হিন্দু কর্তৃক মুসলিম নারীদের অপহরণ, ধর্ষণ, জোরপূর্বক বিয়ে করার ঘটনা বেড়েই চলেছে।

কথোপকথনের মাঝে অন্য একজন বলেছে যে, মুসলিম সম্প্রদায়কে নির্মুল করে দেওয়ার জন্য একটি গণহত্যা বা মুসলমানদের গণ বন্ধ্যাকরণের পরিকল্পনা করা উচিত এবং তা দ্রুত চালানো উচিত। সে এও মতামত দিয়েছে যে, হিন্দু মহাসভা বা অন্যান্য হিন্দুপন্থী ও হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলিকে “মুসলিম মেয়েদের বিয়ে এবং তাদের হিন্দুতে ধর্মান্তরিত করার বিষয়ে একটি কোর্স শুরু করা উচিত।

অথচ, উগ্র হিন্দুরাই লাভ জিহাদের অবান্তর অভিযোগে প্রতিনিয়ত মুসলিমদের পিটিয়ে হতাহত করছে।

গতকাল ৯ ডিসেম্বর, মধ্যপ্রদেশ ইন্দোরে, “লাভ জিহাদের” অভিযোগে দুই মুসলিমকে পিটিয়েছে বজরং দলের গুণ্ডারা।

লাভ জিহাদ হল হিন্দু একটি ষড়যন্ত্র তত্ত্ব যা মুসলিম পুরুষদেরকে হিন্দু নারীদেরকে ইসলামে ধর্মান্তরিত করতে বাধ্য করার জন্য অভিযুক্ত করে।

এছাড়া, গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় দিল্লিতে মুসলিম ছাত্র ও অ্যাক্টিভিস্টদের উপর হামলা চালিয়েছে হিন্দুত্ববাদী ছাত্র সংগঠন এবিভিপি। প্রায় ৩৬ টি সংগঠনের যৌথ ফ্রন্ট ‘ক্যাম্পেইন অ্যাগেইনস্ট স্টেট রিপ্রেশন’-এর সদস্যরা জানিয়েছে যে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রচারণা চালানোর সময় তারা অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ (ABVP) – রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র শাখার সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়েছেন।

প্রচারণার পাঁচজন সদস্য সহিংসতায় গুরুতর আহত হয়েছেন। মুসলিম নেতাকর্মীরা জানান, তাদের ওপর পাথর, লাঠিসোঁটা ও রড দিয়ে হামলা করা হয়েছে।

হিন্দুত্ববাদী ভারতে মুসলিম গণহত্যা বাস্তবায়নে কাজ করছে সকল শ্রেণির উগ্র হিন্দুরা। ছাত্র থেকে রাজনৈতিক ও ধর্মীয় নেতা সকলেই মুসলিম বিদ্বেষ ছড়িয়ে মুসলিম গণহত্যার মাঠ প্রস্তুত করছে। তাদের পরিকল্পনা- যার সামান্য কিছু প্রকাশিত হচ্ছে- তা থেকেই অনুমান করা যায়, তারা মুসলিমদের নির্মুলে কতটা উন্মত্ত হয়ে আছে।


তথ্যসূত্র:

১। Leaked WhatsApp messages of ABVP group shows students discussing Muslim genocide, mass conversion (Vartha Bharati) – https://tinyurl.com/2479suyc

২। Indore, Madhya Pradesh Bajrang Dal goons beat two Muslim men over accusations of “Love Jihad.” – https://tinyurl.com/52hj47km

৩। Delhi: Student, Activists Campaigning for G.N. Saibaba’s Release Allegedly Attacked by ABVP Members –https://tinyurl.com/v3h2nz9 

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ[ভিডিও] আল-কায়েদার হামলায় বুরকিনান বাহিনীর ফের ৫০টিরও বেশি যান ধ্বংস
পরবর্তী নিবন্ধ২০০ রোহিঙ্গা বহনকারী দুটি ট্রলার আন্দামান সাগরে নিখোঁজ