মুসলিম যুবকদের হিন্দুত্ববাদী বজরং সন্ত্রাসীদের হুমকি, মারধর

উসামা মাহমুদ

0
494

গত ১০ ডিসেম্বর শনিবার রাতে মেঙ্গালুরুর উরওয়া স্টেশন সীমানায় দুই মুসলিম যুবককে হয়রানি করে মারধরের হুমকি দিয়েছে উগ্র হিন্দু সন্ত্রাসীরা। রাত ১১.৩০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে, যখন তারা রাতের খাবারের জন্য বাইরে গিয়েছিলেন।

পুলিশ কর্মকর্তারা বলেছে, হিন্দুত্ববাদী গোষ্ঠীর সদস্যরা ১০ ডিসেম্বর রাতে শহরে ঘোরাঘুরি করার সময় হয়রানিমূলক বিভিন্ন প্রশ্ন করতে থাকে। মুসলিম যুবকদের পাশেই কিছু মেয়ে ছিল। হিন্দুত্ববাদীরা এ বিষয়টিকে লাভ জিহাদ আখ্যা দিয়ে মুসলিমযুবকদের হয়রানি ও মারধরের হুমকি দেয়।

এদিকে সম্প্রতি সোস্যাল মিডিয়ায় পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখা যায়, গরু পরিবহন করায় হিন্দুত্ববাদী বজরং দলের সন্ত্রাসীরা এক মুসলিম যুবককে মারধর করছে। তার কাছে বিরাট অঙ্কের চাঁদা দাবি করছে।
অথচ, বিশ্বে গরুর মাংস রপ্তানিতে ভারত অন্যতম। আর গোটা ভারতে গরুর মাংস রপ্তানিতে আলিগড় প্রথম। গরুর মাংস রপ্তানিত করে কেন্দ্রীয় ও রাজ্য সরকার প্রচুর বিদেশী মুদ্রা আয় করে। আর এই ব্যবসায়ের সাথে জড়িয়ে রয়েছে বিজেপি ও আরএসএসের বড় বড় নেতার নাম!

তবুও যারা গরু নিয়ে আসে তাদের কাছ থেকে বজরংদলের সন্ত্রাসীরা টাকা আদায় করে, টাকা না দিলে তারা তাদের তাড়া করে এবং আক্রমণ করে।

হিন্দুত্ববাদী পুলিশ সদস্যদের সহায়তায় এই সমস্ত কাজ করা হচ্ছে, এই সংস্থার কাছে পিস্তল থেকে শুরু করে রাইফেল পর্যন্ত অস্ত্র রয়েছে। যার লাইসেন্সও সাধারণ মানুষকে দেওয়া হয় না। তাদের কাছে অস্ত্র কোথা থেকে আসে এবং কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না- তা অত্যান্ত পরিতাপের বিষয়। পুলিশের সহায়তায় অনেক কিছুই ঘটছে, কিন্তু কে ব্যবস্থা নেবে যখন ব্যবস্থা গ্রহণকারীরাই সহযোগিতা করছে। অন্যদিকে, মুসলিমদেরকে শুধু সন্দেহের বশেই কারাগারে বন্দী করে রাখে হিন্দুত্ববাদী প্রশাসন।



তথ্যসূত্র:
——–
1. Mangaluru: Bajrang Dal members allegedly attack Muslim men
https://tinyurl.com/bdcnfxz9
2. गाड़ी पर जानलेवा हमला करते हुए वीडियो फेसबुक में उपलोड करते हैं, मानो कानून इनकी मुट्ठी में हो,
https://tinyurl.com/mpr3k3nj
3. মুসলিম ব্যক্তিকে মারধর করার ভিডিও
https://tinyurl.com/36zywv86
4. हिंदू वादी संगठन बजरंगदल का गरीब मुस्लमानों पर कहर,
https://tinyurl.com/bddcbzdn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাবুলে হোটেলে হামলার ঘটনা ৩ হামলাকারীর মৃত্যুর মধ্য দিয়ে সমাপ্ত
পরবর্তী নিবন্ধ১১ হাজারের বেশি শিশু নিহত, ইয়েমেন যুদ্ধে…