ইসরাইলি স্নাইপারের গুলিতে ফিলিস্তিনি কিশোরী নিহত

ইউসুফ আল-হাসান

0
471

ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ফের এক কিশোরীকে হত্যা করেছে দখলদার ইসরাইলি বাহিনী। গত ১১ ডিসেম্বর মধ্যরাতে শহরে সামরিক অভিযানকালে ইসরাইলি স্নাইপাররা ১৬ বছরের ওই কিশরীকে গুলি করে হত্যা করে। কিশোরীর নাম জানা মাজদি জাকারনেহ।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গুলিতে হত্যার শিকার হওয়ার সময় জাকারনেহ তার নিজ বাড়ির ছাদে দাঁড়িয়েছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শিশুটির মাথায় গুলি করা হয়েছে। অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত আরও দুই ফিলিস্তিনি মুসলিম আহত হয়েছে।

স্থানীয় সময় ১১ ডিসেম্বর রাত ১০টার দিকে জেনিন শহর এবং সেখানকার শরণার্থী শিবিরে অভিযান চালায় সন্ত্রাসী ইসরাইলের বিশেষ বাহিনী। এ সময় সেখানে ধরপাকড় চালায় তারা। এক পর্যায়ে তারা ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় দুই ভাইসহ তিন যুবককে অপহরণ করে ইসরাইলি বাহিনী।

এ বছর প্রতিদিনই কোন না কোন ফিলিস্তিনিকে খুন করছে সন্ত্রাসী ইসরাইল। এরপরও কথিত আন্তর্জাতিক সম্প্রদায় বা আরব বিশ্ব কেউই কোন প্রতিবাদ করছে না। ফলে সন্ত্রাসী ইসরাইল দিন দিন আরও বেপরোয়াভাবে আগ্রাসন চালাচ্ছে। ২০২২ সালে ফিলিস্তিনের পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকায় ২২৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। তাদের মধ্যে ৫০ এরও বেশি শিশু। এছাড়াও এ বছর গ্রেফতার করা হয়েছে সাড়ে ছয় হাজার ফিলিস্তিনিকে। যাদের মধ্যে রয়েছে অসংখ্য নারী ও শিশুও।



 

তথ্যসূত্র:
——–
1. Palestinian child shot dead by Israeli sniper in Jenin
https://tinyurl.com/rnxyhept

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ১১ হাজারের বেশি শিশু নিহত, ইয়েমেন যুদ্ধে…
পরবর্তী নিবন্ধবাবরি মসজিদ ধ্বংসের ৩০তম বার্ষিকী পালন করায় ছাত্রদের বিরুদ্ধে মামলা