ভারতে হিন্দু উগ্রবাদীদের ব্যাপক মারধরের শিকার তিন মুসলিম ব্যক্তি

মাহমুদ উল্লাহ্‌

0
697

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত কর্ণাটক রাজ্যে উগ্র হিন্দুত্ববাদীরা ৪৫ বছর বয়সী জনাব ইসহাক সাহেবকে নির্মমভাবে মারধর করেছে। অভিযোগ তুলেছে তিনি বাসে এক হিন্দু মহিলার ব্যাগ ধরে রেখে তাকে সাহায্য করার সময় খারাপ ব্যবহার করেছেন।

ঘটনার সূত্রপাত হয়- ইসহাক নামের ওই ব্যক্তি একটি বাসে বসে ছিলেন, তখন এক হিন্দু মহিলা তার কাছে এসে তার ব্যাগ ধরতে বলে। তিনিও সরল মনে তাকে সাহায্য করার জন্য ব্যাগটি ধরে রেখেছিলেন। পরে তার স্টপেজ এলে হিন্দু মহিলা তার ব্যাগ নিয়ে বাস থেকে নেমে যায়।

হিন্দু বাস চালক ইসহাকের বিরুদ্ধে মহিলার সাথে দুর্ব্যবহার করার মিথ্যা অভিযোগ করে এবং তাকে হিন্দু উগ্রপন্থী একটি দলের হাতে তুলে দেয়। উগ্র হিন্দুরা ইসহাককে নির্মমভাবে লাঞ্ছিত করে, প্রচণ্ড মারধর করে। এমন বিনা কারণে মারধরের পরেও পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

কর্ণাটকের আরেক জায়গায় – “দাউদ” নামে এক মুসলিম যুবককে মাথার খুলির টুপি পরার জন্য কোনও কারণ ছাড়াই হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা আক্রমণ করে। হিন্দুত্ববাদী সংগঠনের উগ্র সদস্যরা তাকে রশি দিয়ে খুটির সাথে বেঁধে গুরুতরভাবে মারধর করে।

এদিকে, ভারতের ইটাওয়ার ভরথানায়, ২০₹ রুপি লোন লেনদেনের কারণে অটো চালক মোহাম্মদ সেলিমকে হিন্দুত্ববাদীরা বেধড়ক মারধর করে। মারধরের দুঃখে সেলিম রেলওয়ে ট্র্যাকে একটি সুপার ফাস্ট ট্রেনের সামনে দাঁড়িয়ে আত্মহত্যা করে। জানা যায়, সতীশ, বিকাশ, লালজি, উমেশ, লাল্লা, অরুণ এবং রবিরা মাত্র ২০₹রুপির কারণে চরমভাবে লাঞ্চিত করে মারধর করে। এটা কি নিছক লেনদেনের কারণে হতে পারে না। বরং সেলিম মুসলিম ছিল বিধায় তারা এমন ব্যবহার করেছে। যার ফলে একজন মানুষ নিজের জীবন শেষ করে দেওয়ার ইচ্ছে করতে পারে।

হিন্দুদের সচেতন করার নামে সকল উগ্রবাদী হিন্দু সংগঠনের সদস্যরা মুসলমানদের উপর হামলা চালানোকে নিত্যদিনের রুটিনে পরিণত করেছে। দিন দিনে এমন ঘটনা শুধু বেড়েই চলেছে। মুসলিমদের পিটিয়ে মারাকে তারা সাধারণ বিষয়ে পরিণত করছে, যাতে করে নির্দ্বিধায় মুসলিম গণহত্যা বাস্তবায়ন করা যায়।

হিন্দু চরমপন্থী আধাসামরিক সংগঠনের প্রধান মোহন ভাগবত আরো শাখা সম্প্রসারণের আহ্বান জানিয়েছে। কুখ্যাত হিন্দুত্ববাদী আধাসামরিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত বলেছে, ভারতের প্রতিটি গ্রামে সংগঠনের একটি শাখা থাকা উচিত। আসলে এর মাধ্যমে তারা ব্যাপক ভিত্তিক মুসলিম গণহত্যা শুরু করার তোড়জোড় চালাচ্ছে।



তথ্যসূত্র:
——-
1. Muslim man beaten by Hindu extremists
https://tinyurl.com/2yuh9j7y
vide olink:
https://tinyurl.com/mr3jazby
2. Muslim man who helped Hindu woman brutally assaulted in Karnataka
https://tinyurl.com/sf5npnzs
3. इटावा के भरथना में दबंगों ने उधारी के 20₹ के लेनदेन के चलते ऑटो चालक सलीम को बुरी तरह पीटा,पिटाई से दुखी सलीम ने रेलवे ट्रैक पर सुपर फास्ट ट्रेन के आगे खड़े होकर अपनी जान दे दी! सतीश,विकास,लालजी,उमेश,लल्ला।
https://tinyurl.com/yck6t2pn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমুসলিমদের গলা কেটে ও গুপ্ত হত্যা চালিয়ে হত্যার আহ্বান উগ্র হিন্দু নেত্রীর
পরবর্তী নিবন্ধদুই ফিলিস্তিনি সহোদরকে গাড়ি চাপা দিয়ে খুন করলো সন্ত্রাসী ইহুদিরা