গত ২৩ ডিসেম্বর, শুক্রবার হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের সদস্যরা গুরুগ্রামের সেক্টর ৬৯-এ নামাজে বাধা দিয়েছে। লাইভ হিন্দুস্তানের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের সদস্যরা মুসলিমদের খোলা জায়গায় নামাজ আদায় করতে নিষেধ করছে।
ভিডিওতে এক উগ্রবাদী হিন্দুকে বলতে শোনা যায়, “তাদের ছয়টি স্থানে নামায আদায় করার অনুমতি আছে কিনা তা বিবেচ্য নয়।…আগামী সপ্তাহগুলিতে প্রার্থনা অব্যাহত থাকলে আমরা বিক্ষোভকে আরও বাড়িয়ে দেব।”
সে আরো বলেছে, “মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেছে যে খোলা জায়গায় কোনো নামাজ হবে না।”
উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার বলেছিলেন যে খোলা জায়গায় নামাজ পড়া সহ্য করা হবে না এবং গুরুগ্রামের কিছু সাইট মুসলমানদের নামাজ আদায় করার জন্য সংরক্ষিত স্থান প্রত্যাহার করে।
গত বছর, গুরুগ্রামে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলি নামাজে ব্যাঘাত ঘটানোর বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছিল। তারা আসলে ভারতে ইসলাম ও মুসলিমের কোন নাম-নিশানাই সহ্য করতে পারছে না।
তথ্যসূত্র:
——–
1. Bajrang Dal halts namaz in Gurugram’s Sector 69 ( Scroll )
https://tinyurl.com/yxnsw7ns