লালমনিরহাটে সন্ত্রাসী বিএসএফের গুলিতে আবারও ২ বাংলাদেশী নিহত

মুহাম্মাদ ইব্রাহীম

0
642

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে আরও দুই বাংলাদেশীকে গুলি করে হত্যা করলো ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ। আজ (২৯ ডিসেম্বর) ভোরে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তের ৮৮৮ নম্বর মেইন পিলারের কাছে এই হত্যাকাণ্ড চালায় ভারতীয় বাহিনী।

স্থানীয়রা জানায়, গত রাতে বাংলাদেশি গরু ব্যবসায়ীদের একটি দল সীমান্তের মেইন পিলার ৮৮৭ এলাকায় গেলে ভারতের ১৫৭ ব্যাটালিয়নের বড় মধুসুদন বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান মংগলু ও সাদিক হোসেন নামে দুই বাংলাদেশি। পরে লোকজন তাদের লাশ উদ্বার করে বাড়িতে নিয়ে আসে। নিহত দু’জনেরই বুকে গুলি লেগেছে।

সীমান্ত হত্যাকাণ্ড শূন্যে নামিয়ে আনার কথা থাকলেও, সন্ত্রাসী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তা মানছে না। একের পর এক নিষ্ঠুর ও বর্বর পন্থায় বাংলাদেশিদের হত্যা করে চলেছে তারা। কখনো গুলি করে, কখনোবা বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে মুসলিমদের ধরে নিয়ে নির্যাতন করে খুন ও খুন করে লাশ গুম করছে বিএসএফ। এ নিয়ে চলতি মাসেই ৫ জন বাংলাদেশিকে খুন করলো সন্ত্রাসী বিএসএফ।

কিন্তু বাংলাদেশের গাদ্দার সরকারগুলো বরাবরই এব্যাপারে একদম নীরব ভুমিকা পালন করে আসছে। যেন বাংলাদেশি মুসলিমরা বিএসএফের হাতে খুন হলেও গাদ্দার সরকারের কোন কিছু আসে যায় না।



তথ্যসূত্র:
——–
১। লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২-
https://tinyurl.com/32bcyzx7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমৃতপ্রায় রোহিঙ্গাদের নিয়ে ইন্দোনেশিয়ার উপকূলে পৌঁছলো একটি নৌকা
পরবর্তী নিবন্ধফটো রিপোর্ট || যাকাতের হকদার ব্যাক্তিদের মাঝে ১৪৪৪ হিজরীর গবাদি পশুর যাকাত বিতরণ শুরু করেছে আশ-শাবাব