পবিত্র আল-আকসার ভূমিকে চলতি বছরের শুরু থেকেই মুসলমানদের রক্তে রঞ্জিত করে তুলেছে অভিশপ্ত ইহুদিরা। প্রায় প্রতিদিনই ইহুদিদের হামলার শিকার হচ্ছেন কোনো না কোন মুসলিম। এই ধারাবাহিকতায় ২০২৩ সালে দখলদার ইসরাইলি ইহুদিরা এখন পর্যন্ত ৬৫ জন ফিলিস্তিনি মুসলিমকে হত্যা করেছে।
স্থানীয় সূত্রমতে, আজ ২৫ ফেব্রুয়ারিতেও ২২ বছর বয়সী আরও এক মুসলিম যুবক শহীদ হয়েছেন। ফিলিস্তিনের পশ্চিম তীরের আল-আররুব শরণার্থী শিবিরে ইহুদিদের হামলায় গুরুতর আহত হন মোহাম্মদ জাবের। এরপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান উদ্ধার কর্মীরা।
হেবরনের পিপলস হাসপাতালের চিকিৎসাকদের দেওয়া তথ্য অনুযায়ী, ইসরাইলি বাহিনীর হামলায় জাবিরের মাথায় একটি বুলেট ঢুকে পড়ে, যার ফলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। মাথায় আঘাত করা বুলেটটি জাবেরের মস্তিষ্কের একটি উল্লেখযোগ্য অংশের ক্ষতি করে।ফলে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
ফিলিস্তিন ইনফরমেশন সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি শরণার্থী শিবিরে হামলা চালিয়ে অনেক ফিলিস্তিনকে হতাহত করে ইহুদি বাহিনী। এসময় জাবের তার আহত প্রতিবেশীদের সাহায্য করার জন্য এগিয়ে যান, তখনই ইহুদি স্নাইপারদের বুলেটে আঘাতে জাবের গুরুতর আহত হন।
সূত্রসতে, এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত দখলদার ইসরাইলি ইহুদিদের হাতে ৬৫ জন ফিলিস্তিনি মুসলিম খুন হওয়ার দখলদারদের হামলায় আহত হয়েছেন আরও দুই শতাধিক মুসলিম। নিহতদের মধ্যে চারজনকে আবার ইহুদি বসতি স্থাপনকারীরা হত্যা করেছে বলে জানা গেছে।
এছাড়াও নিহতদের মধ্যে ১৩ জন শিশু এবং ৪ জন বৃদ্ধ লোকও রয়েছেন। একই সময় ইসরাইলের কারাগারে চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে আরও একজনের।