ভারতের কর্ণাটকে ১০ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে হিন্দুত্ববাদী নেতাদের ইসলাম ও মুসলিম বিদ্বেষ বহুগুণে বেড়ে গেছে। এমনকি বিজেপি নেতারা নির্বাচনী প্রচারণায় গণহত্যামূলক বিবৃতি দিচ্ছে প্রকাশ্যে।
সম্প্রতি বিজেপি এমএলএ বসানগৌদা পাটিল ইয়াতনাল নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কর্ণাটকে একটি জনসভায় বক্তৃতা দিয়েছে। এক ভিডিওতে দেখা যায়, সে বলছে, যারা ভারত ও হিন্দুদের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে রাস্তায় গুলি করে মারা হবে।
কর্ণাটকে বিজয়পুরায় অনুষ্ঠিত জনসভায় ইয়াতনাল বলেছে, ‘যদি আপনি আমাদের বিশ্বাস সম্পর্কে বা ভারত সম্পর্কে বা হিন্দুদের সম্পর্কে কথা বলেন, তবে আপনাকে [হাতের ইশারা করে দেখায়] গুলি করা হবে।’
একই সমাবেশে, হিন্দুত্ববাদী রাজনীতিবিদরাও প্রতিশ্রুতি দিয়েছে যে, কর্ণাটকে বিজেপি পুনরায় ক্ষমতায় গেলে যোগী আদিত্যনাথ স্টাইলে শাসন পরিচালনা করবে।
এই বিজেপি নেতা আরো বলেছে, ‘যে কেউ ভারতের বিরুদ্ধে কথা বলবে আমরা তাদের এনকাউন্টার করবো। তাদেরকে জেলে পাঠানো বন্ধ করে, রাজপথেই তাদের ব্যাপারে ফয়সালা করা হবে।’
তথ্যসূত্র:
——
1/ BJP MLA in Karnataka says those speaking against India, Hindus will be shot
–https://tinyurl.com/mu27ndwj
2/Those speaking against India, Hindus will be shot: BJP MLA in Karnataka
–https://tinyurl.com/bdhrtz8w