ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ৫ দিন ধরে চলেছে ইসরাইলি বাহিনীর বর্বরোচিত বিমান হামলা। ইহুদিদের এমন আগ্রাসি হামলা সত্ত্বেও নীরব ভূমিকা পালন করেছে আরবও অনারব মুসলিম দেশসমূহ।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরাইলি বাহিনীর এবারের আগ্রাসনে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৩ ফিলিস্তিনি। এদের মধ্যে ৭ জন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদের নেতা, বাকি সবাই বেসামরিক মুসলিম। নিহতদের মধ্যে রয়েছে ৬ শিশু ও ৩ জন নারী। এসব হামলায় অন্তত ১৯০ জন মুসলিম আহত হওয়ার পাশাপাশি ধ্বংস হয়েছে ফিলিস্তিনিদের কমপক্ষে ১০৫০ টি বাড়ি।
ইসরাইলের এমন আগ্রাসনের জবাবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদ (পিআইজে) ও হামাস পাল্টা রকেট হামলা চালিয়েছে। শত শত রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরাইলের রাজধানী তেল আবিবসহ বেশ কিছু এলাকা। পাশাপাশি নিহত হয়েছে ২ জন ইহুদি এবং আহত হয়েছে অন্তত ১০ জন ইহুদি। এই রকেট হামলার ফলে গাজা শহরের নিকটবর্তী বসবাসকারী অন্তত ১২ হাজার ইহুদি ভয়ে অন্যত্র পালিয়ে যায়।
এছাড়াও এসব রকেট হামলায় ইসরাইলের একটি জ্বালানি কোম্পানির পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায়। এমনকি হামলার জেরে বন্ধ করে দেয়া হয় ইসরাইলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিওন।
এমন নাজুক পরিস্থিতিতে মিশরের মধ্যস্থতায় যুদ্ধ বিরতিতে পৌঁছায় ইসরাইল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী দলগুলো নিজেদের সাধ্যমতো তীব্র প্রতিরোধ গড়ে তোলার কারণেই যুদ্ধ বিরতিতে যেতে বাধ্য হয় ইসরাইল।
যেকোনো আইন অনুযায়ী নিরীহ মানুষ হত্যা করা ও মানুষের বাসস্থান ধ্বংস করা মানবতাবিরোধী অপরাধের শামিল। কিন্তু কোনো আইনের তোয়াক্কা না করে ইসরাইল প্রতিনিয়ত ঔপনিবেশিক কায়দায় নিরীহ সাধারণ ফিলিস্তিনিদের খুন করছে, তাদের বাড়িঘর ধ্বংস করছে, মুসলিমদের নিজ ভিটেমাটি থেকে উচ্ছেদ করছে। কিন্তু বিশ্ব সম্প্রদায়, কথিত মানবাধিকার সংস্থাগুলো, এমনকি মুসলিম রাষ্ট্রগুলোও এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করে আসছে।
শুধু এই চলতি বছরেই এখন পর্যন্ত চার মাসে ১৫৫ ফিলিস্তিনি মুসলিমকে খুন করেছে ইহুদিরা। পাশাপাশি লাঞ্ছিত হয়েছে অসংখ্য মুসলিম নারী এবং এতিম হয়েছে অসংখ্য মুসলিম শিশু।
ইসরাইলী আগ্রাসনের কিছু চিত্র-
সাইকেল চালানোর সময় ফিলিস্তিনি কিশোরকে লক্ষ্য করে চালানো ইসরাইলি বাহিনীর বিমান হামলা-
The moment when the lsraeli airforce targeted a Palestinian while riding his bicycle yesterday in Rafah, south of Gaza Strip. pic.twitter.com/BVyHd5oYXk
— TIMES OF GAZA (@Timesofgaza) May 14, 2023
গাজায় বেসামরিক ঘরবাড়িতে ইসরাইলি বাহিনীর হামলা-
More houses in Gaza are being bombed by lsrael pic.twitter.com/pV1zU1sfvq
— Muhammad Smiry 🇵🇸 (@MuhammadSmiry) May 13, 2023
ফিলিস্তিনি শিশুরা বাড়ির ছাদে খেলছিল, এমন সময় পার্শ্ববর্তী বাড়িতে ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা-
Captured during the latest lsraeli aggression on Gaza, a group of children were playing football before the adjacent building got bombed by lsraeli airforce. pic.twitter.com/9gEKG4cOc3
— TIMES OF GAZA (@Timesofgaza) May 14, 2023
গাজায় বেসামরিক ঘরবাড়িতে ইসরাইলি বাহিনীর হামলা-
The lsraeli aggression on Gaza continues for the 5th day in a row. pic.twitter.com/0OtiqPFm7z
— TIMES OF GAZA (@Timesofgaza) May 13, 2023
গাজায় বেসামরিক ঘরবাড়িতে ইসরাইলি বাহিনীর হামলা-
Gaza Strip, being under a series of lsraeli airstrikes. pic.twitter.com/76eOyB2zWE
— TIMES OF GAZA (@Timesofgaza) May 13, 2023
গাজায় বেসামরিক ঘরবাড়িতে ইসরাইলি বাহিনীর হামলা-
Gaza Strip amidst the current lsraeli aggression. pic.twitter.com/9rahcAdvjK
— TIMES OF GAZA (@Timesofgaza) May 13, 2023
গাজায় বেসামরিক ঘরবাড়িতে ইসরাইলি বাহিনীর হামলা-
Death toll rises as lsraeli warplanes launch a new series of airstrikes targeting different sites across #Gaza Strip. pic.twitter.com/EH812rfgQm
— TIMES OF GAZA (@Timesofgaza) May 11, 2023
তথ্যসূত্র:
1. The 5-day lsraeli aggression on Gaza has left 33 Palestinians killed, 190 others injured, and 1050 housing units completely or partially destroyed
– https://tinyurl.com/mpkpv3ek
2. Ceasefire between Israel, Islamic Jihad in Gaza takes effect
– https://tinyurl.com/mpu2adew
3. রকেট হামলার ভয়ে বসতি ছেড়ে পালিয়েছে ১২ হাজার ইসরাইলি
– https://tinyurl.com/mre84xzu
4. হামাসের রকেট হামলায় বিধ্বস্ত তেল আবিব, ইসরায়েলের প্রধান বিমানবন্দর বন্ধ ঘোষণা
-https://tinyurl.com/2p8s6k9b
من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه ،فمنهم من قضى نحبه و منهم من ينتظر و ما بدلوا تبديلا …