টানেল বিস্ফোরণে আসাদ বাহিনীর ঘাঁটি উড়িয়ে দিল আনসারুত তাওহীদ

- আলী হাসনাত

2
975

সিরিয়ার দক্ষিণ ইদলিবে আসাদ সরকারি বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে একটি টানেল বিস্ফোরণ ঘটিয়েছে ইসলামি প্রতিরোধ যোদ্ধারা। এতে আসাদের বাহিনীর কয়েক ডজন সৈন্য হতাহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রমতে, গত ২৬ আগস্ট শনিবার ইদলিব সিটির দক্ষিণাঞ্চলীয় আল-মালাজা জেলায় এই ঘটনা ঘটে। অভিযানটি নুসাইরি শিয়া আসাদ বাহিনীর অবস্থান লক্ষ্য করে ভূগর্ভস্থল টানেল তৈরি করে সেখানে বিস্ফোরণের মাধ্যমে চালানো হয়েছে। ফলশ্রুতিতে টানেলের উপরে থাকা নুসাইরি বাহিনীর সামরিক ঘাঁটিটি ধ্বংস হয়ে যায়। সেই সাথে ঘাঁটিতে অবস্থানরত কয়েক ডজন নুসাইরি সৈন্য নিহত হয়েছে, ধ্বংস হয়ে গেছে তাদের বেশ কয়েকটি যানবাহনও।

আসাদ সরকারি বাহিনী দাবি করেছে, টানেল বিস্ফোরণে তাদের ১ অফিসার সহ ৭ সৈন্য নিহত হয়েছে। যদিও স্থানীয় সূত্র বলছে, হতাহতের সংখ্যা আরও কয়েকগুণ বেশি।

প্রতিরোধ বাহিনী আনসারুত তাওহীদ টানেল বিস্ফোরণের ছবি সহ একটি বিবৃতি জারি করেছে।
সেই সাথে প্রতিরোধ বাহিনীটি এদিন একই অঞ্চলে আসাদ বাহিনীর অন্য একটি অবস্থান লক্ষ্য করে T-9 ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি দিয়ে হামলা চালানোর তথ্যও নিশ্চিত করেছে। এতেও আসাদ বাহিনীর মাঝে হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য যে, এধরণের দীর্ঘ একটি টানেল বিস্ফোরণের জন্য কয়েক মাস প্রস্তুতির প্রযোজন হয়। সিরিয়া যুদ্ধ শুরু হওয়ার পর ২০১৬ সাল পর্যন্ত এধরণের অসংখ্য টানেল বিস্ফোরণ ঘটিয়ে শত্রু বাহিনীকে পুরোদস্তুর ধ্বংস এবং তাদের মাঝে আতংক ছড়িয়ে দিয়েছিল মুজাহিদরা। এধরণের অভিযান গত ৬ বছর ধরে দেখা যায় নি। সর্বশেষ আনসারুত তাওহীদ নতুন করে এধরণের অধিক কার্যকর টানেল বিস্ফোরণের প্রচলন আবারো শুরু করলো।

2 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআবারো শাবাবের অভিযান, হতাহত ৪১ সেনা
পরবর্তী নিবন্ধহরিয়ানায় মিললো নিখোঁজ মুসলিমের বীভৎস মৃতদেহ