কাশ্মীরে কর্নেলসহ ৪ ভারতীয় অফিসার নিহত

- আলী হাসনাত

2
1408
দখলদার ভারতীয় বাহিনীর নিহত ৩ উচ্চপদস্থ কর্মকর্তা।

হিন্দুত্ববাদী ভারত দখলকৃত কাশ্মীরের অনন্তনাগ জেলায় ভারতীয় দখলদার বাহিনীর উপর হামলা চালিয়েছে স্থানীয় স্বাধীনতাকামীরা। এতে সামরিক বাহিনীর ৩ জন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রমতে, গত ১৩ সেপ্টেম্বর বুধবার অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় ভারতীয় দখলদার বাহিনী ও কাশ্মীরি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে স্বাধীনতাকামী কাশ্মীরিদের আক্রমণে ভারতীয় সেনাবাহিনীর একজন কর্নেল নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে এক মেজর এবং উচ্চ পদস্থ এক পুলিশ অফিসার। পরে তারাও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

কোকেরনাগ জেলায় নিহত ভারতীয় দখলদার সদস্যদের নাম, কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিস ধোনাক এবং পুলিশের ডিএসপি হুমায়ুন ভাট।

এদিকে ভারত-শাসিত কাশ্মীর পুলিশ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করলেও তারা হতাহতের বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।

উল্লেখ্য যে, কাশ্মীরে ভারতীয় দখলদার সেনাবাহিনী এবং কাশ্মীরি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীগুলির মধ্যে সময়ে সময়ে সংঘর্ষ হচ্ছে। ভারতীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, গত ১২ সেপ্টেম্বর মঙ্গলবার রাজৌরি অঞ্চলে কাশ্মীরি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীগুলির অন্য এক আক্রমণে অপর এক ভারতীয় সেনা নিহত হয়েছে। ঘটনাগুলোকে ভারতীয় দখলদারিত্ব ও জুলুমের বিপরীতে কাশ্মীরি মুসলিমদের সশস্ত্র প্রতিরোধ হিসেবেই সংজ্ঞায়িত করা হচ্ছে।



 

তথ্যসূত্র:

1. Anantnag encounter: Army colonel and major, deputy superintendent of Jammu and Kasmir police killed in gunfight
https://tinyurl.com/2p8bfe28
2. The slain has been identified Colonel Manpreet Singh, Major Ashish Dhonack, DYSP of J&K Police Humayun Bhat…
https://tinyurl.com/5754cdcc
3. We’ve received new reports from sources on-the-ground in Islamabad (Anantnag), who state that an Indian Colonel, Major and DySP have been killed…
https://tinyurl.com/yxjrxk64

2 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশাবাবের অ্যাম্বুশে ২ এমপি সহ হতাহত ৪৯ সৈন্য
পরবর্তী নিবন্ধস্বাস্থ্যখাতে তালিবানের নজরদারি, অনিয়মে বন্ধ ৪০ ক্লিনিক ও ২৩ ফার্মেসি