ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ: ৫ম দিনের আপডেট

মুহাম্মাদ জাকির

0
1112

দীর্ঘ ৭৫ বছর ধরে ফিলিস্তিনিদের উপর চলমান জায়নবাদী ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে গত ৭ অক্টোবর এক অভাবনীয় প্রতিবাদী অভিযান পরিচালনা করেছে হামাস। প্রায় এক হাজার ফিলিস্তিনি স্থল, জল ও আকাশ পথে ইসরাইলে প্রবেশ করে এই অভিযানটি পরিচালনা করে যা, গত ৫০ বছরে ইসরাইলের উপর সবচেয়ে বড় প্রতিশোধ।

এরপর অবরুদ্ধ গাজায় নির্বিচারে বিমান হামলা শুরু করে ইসরাইল। উভয় পক্ষই চূড়ান্ত যুদ্ধের ঘোষণা দিয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত [১২ অক্টোবর সকাল] বিভিন্ন পয়েন্টে যুদ্ধ চলমান আছে। এখন পর্যন্ত পাওয়া হতাহত ও ক্ষয়কতির সর্বশেষ আপডেট:

গাজা আপডেট:
নিহত – ১,২০০ জন।
শিশু – ৩০০ জন।
আহত – ৫,৬০০ জন।
ঘরবাড়ি ধ্বংস – ২২,৬৩৯টি।
হাসপাতাল ধ্বংস – ১০টি।
বাস্তুচুত – ৩,৩৮,৯৩৪ জন।

উল্লেখ্য যে, গাজায় বর্তমানে ইন্টারনেট ও বিদ্যুৎ পরিসেবা বন্ধ করে দিয়েছে ইসরাইল। পাশাপাশি, বাইরে থেকে অবরুদ্ধ গাজায় কোনো ধরনের খাবার, ঔষধ ও প্রয়োজনীয় সাপ্লাই প্রবেশ করতে দিচ্ছে না।

পশ্চিম তীর আপডেট:
নিহত – ২৯ জন।
আহত -১৫০ জন।

ইসরাইলে হতাহতের সর্বশেষ সংবাদ:
নিহত – ১,২০০ জন।
আহত – ৩,০০০ জন।


গাজায় ইসরাইলি আগ্রাসনের কিছু ছবি…

 



 

তথ্যসূত্র:

1. Israel-Hamas war live: Rallies held around world in support of Palestinians
https://tinyurl.com/mcj87v9r
2. Update: 1200 Palestinians killed, more than 5600 injured in the lsraeli aggression on Gaza.
https://tinyurl.com/2bc6mf5m
3. lsrael kills 300 children in the ongoing aggression on Gaza Strip.
https://tinyurl.com/42bnm9kb
4. West Bank update-
https://tinyurl.com/2ydzyfcs

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসংঘ প্রধানের কাশ্মীর সফর, নিরাপত্তা জোরদার ও কড়াকড়ি আরোপ
পরবর্তী নিবন্ধমানবিক বিপর্যয়ের মুখে গাজা, দৃঢ়ভাবে পাশে নেই কেউ