গাজায় নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার করছে ইসরাইল

- ইউসুফ আল-হাসান

0
1105

ফিলিস্তিনের গাজায় সাধারণ মানুষকে লক্ষ্য করে ইসরাইলি বাহিনীর নির্বিচার বোমা হামলা চলছেই। অব্যাহত হামলায় জনবহুল গাজা রূপ নিয়েছে বিধ্বস্ত এক জনপদে। এখন পর্যন্ত সেখানে প্রায় ১১০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন (১১ অক্টোবর পর্যন্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী)। আহত হয়েছেন ৫ হাজার। এ ছাড়া আড়াই লাখের বেশি ফিলিস্তিনি বাড়ি-ঘর হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হয়েছেন।

গত সোমবার (৯ অক্টোবর) গাজায় সর্বাত্মক অবরোধ আরোপের মাধ্যমে খাদ্য, পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় ইসরাইল। এতে সেখানে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। এবং ইতোমধ্যেই গাজা উপত্যকার একমাত্র বিদ্যুৎকেন্দ্রটিও বন্ধ হয়ে গেছে। ফলে পুরো উপত্যকা এখন বিদ্যুৎহীন ও ঘোর অন্ধকার হয়ে পড়েছে।

এসবের মাঝেই বেসামরিক ফিলিস্তিনিদের লক্ষ্য করে সাদা ফসফরাস বোমা ব্যবহার শুরু করেছে ইসরাইলি বাহিনী।

সাদা ফসফরাস একবার কারো নাকে প্রবেশ করলে ধীরে ধীরে শ্বাসক্রিয়া বন্ধ হয়ে বীভৎস মৃত্যু হয় তার, শরীরে লাগলে পুড়ে যায় চামড়া। এমন নিষিদ্ধ অস্ত্রই গাজার বেসামরিক মুসলিমদের উপর প্রয়োগ করেছে দখলদার ইসরাইল।

ইসরাইলি বাহিনী গত ৯ অক্টোবর সোমবার দিবাগত রাতের শুরুতে গাজার আল-কারামা এলাকায় মুহুর্মুহু সাদা ফসফরাস বোমা ফেলেছে।

পশ্চিমাদের বানানো সংজ্ঞা অনুযায়ীই গাজায় ইসরাইলের যুদ্ধাপরাধ সকল সীমা অতিক্রম করেছে। এর মাঝেই ইসরাইলকে সর্বাত্মক সহায়তা করে যাচ্ছে অ্যামেরিকা নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব। অ্যামেরিকা ইতিমধ্যে সামরিক সহায়তা ও যুদ্ধবিমানবাহী রণতরীর বহর পাঠিয়েছে ইসরাইলের জন্য। আর জাতিসংঘও ইসরাইলের এসকল যুদ্ধাপরাধের ব্যাপারে কার্যত নীরব ভূমিকা পালন করছে। কারণ তারা সবাই ইজরায়েলকে সমর্থন করে ও ইজরায়েলের যেকোন জুলুমকে তারা ইজরায়েলের অধিকার মনে করে।



 

তথসূত্র:

1. Israel-Palestine war: Reports of Israeli ‘white phosphorus’ use in Gaza
https://tinyurl.com/5n82dm7n
2. Israel used white phosphorus bombs in Gaza, claim Medical sources
https://tinyurl.com/prsz99d7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ৭ বিলিয়ন আফগানি মূল্যের ২৫ টি প্রকল্প অনুমোদন
পরবর্তী নিবন্ধ‘ইউরোপ জুড়ে মুসলিমদেরকে অন্যায়ভাবে কালো তালিকায় রাখা হয়েছে’