সম্প্রতি আমেরিকান যুদ্ধবিমান দক্ষিণ সোমালিয়ার বুয়ালে, জিলব এবং সাকো শহরে ব্যাপক বোমা হামলা চালিয়েছে। বেসামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো বিমান হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে এবং তাদের সম্পত্তি এবং পরিষেবা কেন্দ্রগুলি ধ্বংস হয়ে গেছে৷
গত ২৫ রবিউল আউয়াল মোতাবেক ১০ অক্টোবর রাতে আমেরিকান বিমান বুয়ালি শহরে বোমাবর্ষণ করে। এতে বেসামরিক জনগণের বাড়িঘর, একটি শিশুদের স্কুল এবং একটি খাবারের দোকান ক্ষতিগ্রস্ত হয়। এতে কোনো মানুষের হতাহতের ঘটনা না ঘটলেও, বাসিন্দাদের সম্পদ ও বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এরপর ১১ অক্টোবর ভোররাত একটার দিকে জিলব শহরে বোমা বর্ষণ করে মার্কিন যুদ্ধবিমান। সরাসরি শহরের প্রধান বৈদ্যুতিক কোম্পানি লক্ষ্য করে হামলা চালিয়ে সেটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় অ্যামেরিকা। একটি হেফযে কুরআন স্কুল এবং দুই বাসিন্দার বাড়িতে হামলা চালিয়ে ছোট শিশু ও মহিলারা আহত করেছে তারা।
সেদিন ভোরে আবার সাকো শহরে বোমা বর্ষণ করে মার্কিন বিমান। সেখানে দুটি বোমা হামলা বেসামরিক বাড়ি লক্ষ্য করে চালানো হয়। আর তৃতীয় বোমাটি একটি খালি জায়গায় পরে মাটিতে ছোট গর্ত তৈরি হয়।
শাবাব সূত্র বলছে, এই বোমা হামলাগুলি সোমালিয়ায় আশ-শাবাব মুজাহিদিনের মোকাবিলায় অ্যামেরিকান বাহিনী এবং আন্তর্জাতিক জোটের অক্ষমতাকে প্রমাণ করে দিয়েছে। বেসামরিক লক্ষ্যবস্তুতে ধারাবাহিক বোমা হামলার লক্ষ্য আশ-শাবাব শাসনাধীন ইসলামিক অঞ্চলগুলিতে বসবাসবারত সাধারণ জনগণকে আতঙ্কিত করা এবং ভয় দেখানো বলে মনে হয়।
মার্কিন বিমান হামলায় ক্ষয়ক্ষতির কিছু চিত্র আমরা আল-ফিরদাউসের পাঠকদের জন্য উপস্থাপন করছি–
সকল ছবি একসাথে দেখুন – https://files.fm/u/gzvg3cpdfd
বুয়ালে শহরে মার্কিন বিমান হামলার ক্ষয়ক্ষতির চিত্র
জিলব শহরে মার্কিন বিমান হামলার ক্ষয়ক্ষতির চিত্র
সাকো শহরে মার্কিন বিমান হামলার ক্ষয়ক্ষতির চিত্র