ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরাইলকে ১৪ বিলিয়ন ডলার দিতে চায় আমেরিকা

0
824
ইসরাইলের বিমান হামলায় সম্পূর্ণভাবে গুড়িয়ে যাওয়া এক ভবনের সামনে একটি ক্রন্দনরত শিশুকে কোলে নিয়ে যাচ্ছে এক ফিলিস্তিনি। ছবিঃ afp।

মুসলিম বিশ্বের উপর সবচেয়ে বেশি আগ্রাসন চালানো আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছে, তাদের ‘ক্রিটিক্যাল পার্টনার’ ইসরাইলকে অতিরিক্ত সহায়তা প্রদানের জন্য কংগ্রেসে প্রস্তাব পেশ করবে।

বার্তা সংস্থা রয়টার্সের সূত্র মতে, এই সহায়তার পরিমাণ হতে পারে প্রায় ১৪ বিলিয়ন ডলার।

বাইডেনের মতে, “আমেরিকান সুরক্ষার জন্য প্রজন্মের পর প্রজন্ম ধরে এই স্মার্ট বিনিয়োগ থেকে লভ্যাংশ পাওয়া যাবে।”

আমেরিকার নাগরিকদের উদ্দেশ্য করেও বাইডেন আহ্বান জানিয়েছে, তারা যেন ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরাইলকে সহায়তা করতে আরও বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে।

এদিকে হামাসকে ধ্বংস করার জন্য গাজায় আক্রমণ চালাতে ইসরাইলি সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োআভ গালান্ট। ইতোমধ্যে ইসরাইলি বাহিনী পূর্ণ প্রস্তুতি নিয়ে গাজা সীমান্তে জড়ো হয়েছে।

তথ্যসূত্র:

  1. Biden to seek billions in military aid for Israel as invasion of Gaza nears – https://tinyurl.com/ywzythmb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ“গাজায় ইসলাম ও মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে” – সোমালিয়ার জিলবে বিক্ষোভ
পরবর্তী নিবন্ধমধ্য সোমালিয়ায় শাবাবের দুই ঘাঁটি বিজয়, ৬১ মিলিশিয়া হতাহত