কাবুলে অনুষ্ঠিত হলো কৃষি পণ্যের প্রদর্শনী

- সাইফুল ইসলাম

0
601

কাবুলে কৃষি, সেচ ও পশুসম্পদ মন্ত্রণালয়ের আয়োজিত কৃষি পণ্যের প্রদর্শনী মেলা সমাপ্ত হয়েছে। গত চারদিনে পণ্যের ভালো মার্কেটিং করার পাশাপাশি বিশাল অংশ বিক্রিও করতে সক্ষম হয়েছেন বলে জানান প্রদর্শনী মেলায় অংশ নেওয়া ব্যক্তিরা।

কাবুল বিশ্ববিদ্যালয়ের কৃষি ফ্যাকাল্টির শিক্ষার্থীরাও এই প্রদর্শনী মেলায় প্রথমবারের মতো অংশ নেন। তাদের উৎপাদিত কিছু কৃষি পণ্যের প্রদর্শনীর জন্য নিয়ে আসেন তারাও। তারা জনগণ ও সরকারি কর্মকর্তাদের অভ্যর্থনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।

কাবুল বিশ্ববিদ্যালয়ের কৃষি ফ্যাকাল্টির ছাত্র ফরহাদ শফিজাদা বলেন, “বহু সংগঠন থেকে আমরা প্রতিশ্রুতি পেয়েছি। কৃষি, সেচ ও পশুসম্পদ মন্ত্রণালয়ও আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন।”

প্রদর্শনী মেলায় অংশ নেওয়া অন্যান্য ব্যক্তি-প্রতিষ্ঠানও জানিয়েছেন, তাদের পণ্যগুলো রপ্তানি করার জন্য তারা চুক্তিবদ্ধ হতে পেরেছেন।
প্রদর্শনীতে অংশ নেওয়া একজন হলেন মারি গুল। তিনি বলেন, “আমরা বাদাখশান প্রদেশ থেকে শুকনো দই, মধু, জিরা, মেমলাই, বারবেরি এবং পাহাড়ী চা নিয়ে এসেছিলাম। আমরা আখরুটও এনেছিলাম, সেগুলো সব বিক্রি হয়ে গেছে। এই প্রদর্শনী মেলায় আমরা যেসব পণ্য নিয়ে এসেছি, সেগুলোর ভালো বিক্রি হয়েছে।”

মুহাম্মাদ নাদের নামে আরেকজন অংশগ্রহণকারী বলেন, “আমরা বিক্রি করেছি খুচরা দরে এবং একটি চুক্তি স্বাক্ষর করেছি। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে ২০ কেজি জাফরান পাঠানোর বড় একটি চুক্তি স্বাক্ষর করেছি আমরা।”

মেলা পরিদর্শনে আসা দর্শকরা আফগানিস্তানের অর্থনীতির উন্নয়নের জন্য দেশীয় কৃষি পণ্যের ব্যবহার করাকে গুরুত্বপূর্ণ বিবেচনা করেন।
শামস আজিজি নামে একজন পরিদর্শক বলেন, “দেশের অর্থনীতির উন্নয়নের জন্য এই প্রদর্শনী মেলা একটি ভালো উপায়। এর মাধ্যমে জনগণ দেশীয় পণ্য সম্পর্কে জানতে পারে।”

প্রদর্শনী মেলার আয়োজকরা বলেন, গত চারদিনে এই প্রদর্শনী মেলায় ২ লক্ষাধিক মানুষ এসেছেন কৃষি পণ্যের প্রদর্শনী দেখতে।
কৃষি মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি আমানুল্লাহ রাওয়ান বলেন, “১৪০২ (সৌরবর্ষ) তে আয়োজিত এই প্রদর্শনী মেলায় গত বছরের তুলনায় বেশি মানুষ অংশ নিয়েছেন।”

মেলার ২৬০টি বুথে গত চারদিনে কৃষিপণ্যগুলো প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডেপুটি প্রশাসনের তথ্য তথ্যানুযায়ী, শ্রমশক্তির ৮০% কাজ করে কৃষি খাতে। আর মোট দেশীয় পণ্যের ২১ থেকে ৩৩ শতাংশ হলো কৃষি পণ্য।



 

তথ্যসূত্র:

1. Agricultural Exhibition in Kabul Ends
https://tinyurl.com/jczapzyr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় সাত শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল
পরবর্তী নিবন্ধগাজায় মৃত্যু ঝুঁকিতে হাসপাতালের ইনকিউবেটরে থাকা ১২০ শিশু