• গত কয়েক ঘণ্টায় দখলদার বাহিনী পশ্চিম তীরের তেল নাবলুস, তুলকারেম, আল-বিরেহ, কালকিলিয়া এবং আল-আরুব শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে।
• বেইরুতে দখলদার ইসরায়েল ৬টি মিসাইল হামলা চালিয়ে সালেহ আল-আরুরিকে হত্যা করেছে বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগ জানিয়েছে লেবানন।
• গাজায় সন্ত্রাসী ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ২২,৬০০ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও প্রায় ৫৭,৯১০ জন।
• দখলদার জায়োনিস্ট বাহিনীর উপর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের চালানো হামলার বিবরণ:
আল-কাসসাম ব্রিগেড:
• গাজার আল-মাগাঝি ক্যাম্পে দখলদার বাহিনীর উপর ভারী মর্টার হামলা চালিয়েছেন।
• বিভিন্ন যুদ্ধক্ষেত্রে দখলদার বাহিনীর একটি ন্যামার এপিসি এবং ১টি সামরিক ডি৯-বুলডোজার আংশিকভাবে ধ্বংস করেছেন মুজাহিদগণ।
• খাজাআ এলাকায় দখলদার পদাতিক বাহিনীর উপর একটি ল্যান্ডমাইন হামলা চালিয়েছেন।
• খান ইউনিসের পূর্বে জানা এলাকায় আইন নাফা টানেলের দিকে এগিয়ে আসার সময় একদল স্পেশাল জায়োনিস্ট সৈন্যকে অ্যান্টি পার্সনেল মাইন দিয়ে হামলা করেছেন মুজাহিদগণ। এতে শত্রুসেনাদের কতিপয় হতাহত হয়েছে।
• জানা এলাকায় একটি ভবনে অবস্থান নেওয়া দখলদার বাহিনীর উপর ৩টি রাদিয়াহ অ্যান্টি পার্সনেল বিস্ফোরক বিস্ফোরণ করা হয়েছে। এতে শত্রুরা হতাহত হয়েছে।
• খান ইউনিসে দখলদার বাহিনীর সামরিক যান ও সৈন্যদের উপর ভারী মর্টার হামলা চালিয়েছেন মুজাহিদগণ।
• তুফফাহ এলাকার পূর্বে জায়োনিস্টদের ৯টি সামরিক যানে হামলা করেছেন, একদল জায়োনিস্ট পদাতিক সৈন্যের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছেন এবং তাদেরকে স্নাইপার রাইফেল ও অ্যান্টি পার্সনেল বিস্ফোরক দিয়ে টার্গেট করেছেন।
আল-কুদস ব্রিগেড:
• খান ইউনিসের মাআন এলাকায় আল-কাসসাম ব্রিগেডের সাথে এক যৌথ হামলায় ‘তানদেম’ ও ইয়াসিন-১০৫ ব্যবহার করে ৩টি সামরিক যান ধ্বংস করেছেন।
মুজাহিদিন ব্রিগেড:
• ট্যাংক-বিধ্বংসী রকেট দিয়ে শেক রেদওয়ান এলাকায় দখলদার বাহিনীর এপিসি ধ্বংস করেছেন। এতে শত্রুসেনারা হতাহত হয়েছে।
আল-আকসা শহীদি ব্রিগেড:
• আল-মাগাঝি ক্যাম্পে দখলদার বাহিনীর উপর মেশিনগান ও আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন।
• খান ইউনিসের পূর্বাঞ্চলে একটি এপিসিকে আরপিজি দিয়ে টার্গেট করেছেন।
• খান ইউনিসের আল-মাহাত্তা এলাকায় দখলদার বাহিনীর উপর ভারী মর্টার হামলা চালিয়েছেন।
উমার আল-কাসেম ব্রিগেড:
• খান ইউনিসের কেন্দ্রে দখলদার বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছেন।
• দখলদারদের একটি সামরিক যানে বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালিয়েছেন। এতে সামরিক যানে থাকা জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে।