ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৫ জানুয়ারি, ২০২৪

- সাইফুল ইসলাম

0
227

গত কয়েক ঘণ্টায় দখলদার বাহিনী পশ্চিম তীরের তেল নাবলুস, তুলকারেম, আল-বিরেহ, কালকিলিয়া এবং আল-আরুব শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে।

বেইরুতে দখলদার ইসরায়েল ৬টি মিসাইল হামলা চালিয়ে সালেহ আল-আরুরিকে হত্যা করেছে বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগ জানিয়েছে লেবানন।

গাজায় সন্ত্রাসী ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ২২,৬০০ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও প্রায় ৫৭,৯১০ জন।

দখলদার জায়োনিস্ট বাহিনীর উপর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের চালানো হামলার বিবরণ:

আল-কাসসাম ব্রিগেড:

গাজার আল-মাগাঝি ক্যাম্পে দখলদার বাহিনীর উপর ভারী মর্টার হামলা চালিয়েছেন।
বিভিন্ন যুদ্ধক্ষেত্রে দখলদার বাহিনীর একটি ন্যামার এপিসি এবং ১টি সামরিক ডি৯-বুলডোজার আংশিকভাবে ধ্বংস করেছেন মুজাহিদগণ।
খাজাআ এলাকায় দখলদার পদাতিক বাহিনীর উপর একটি ল্যান্ডমাইন হামলা চালিয়েছেন।
খান ইউনিসের পূর্বে জানা এলাকায় আইন নাফা টানেলের দিকে এগিয়ে আসার সময় একদল স্পেশাল জায়োনিস্ট সৈন্যকে অ্যান্টি পার্সনেল মাইন দিয়ে হামলা করেছেন মুজাহিদগণ। এতে শত্রুসেনাদের কতিপয় হতাহত হয়েছে।
জানা এলাকায় একটি ভবনে অবস্থান নেওয়া দখলদার বাহিনীর উপর ৩টি রাদিয়াহ অ্যান্টি পার্সনেল বিস্ফোরক বিস্ফোরণ করা হয়েছে। এতে শত্রুরা হতাহত হয়েছে।
খান ইউনিসে দখলদার বাহিনীর সামরিক যান ও সৈন্যদের উপর ভারী মর্টার হামলা চালিয়েছেন মুজাহিদগণ।
তুফফাহ এলাকার পূর্বে জায়োনিস্টদের ৯টি সামরিক যানে হামলা করেছেন, একদল জায়োনিস্ট পদাতিক সৈন্যের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছেন এবং তাদেরকে স্নাইপার রাইফেল ও অ্যান্টি পার্সনেল বিস্ফোরক দিয়ে টার্গেট করেছেন।

আল-কুদস ব্রিগেড:

খান ইউনিসের মাআন এলাকায় আল-কাসসাম ব্রিগেডের সাথে এক যৌথ হামলায় ‘তানদেম’ ও ইয়াসিন-১০৫ ব্যবহার করে ৩টি সামরিক যান ধ্বংস করেছেন।

মুজাহিদিন ব্রিগেড:

ট্যাংক-বিধ্বংসী রকেট দিয়ে শেক রেদওয়ান এলাকায় দখলদার বাহিনীর এপিসি ধ্বংস করেছেন। এতে শত্রুসেনারা হতাহত হয়েছে।

আল-আকসা শহীদি ব্রিগেড:

আল-মাগাঝি ক্যাম্পে দখলদার বাহিনীর উপর মেশিনগান ও আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন।
খান ইউনিসের পূর্বাঞ্চলে একটি এপিসিকে আরপিজি দিয়ে টার্গেট করেছেন।
খান ইউনিসের আল-মাহাত্তা এলাকায় দখলদার বাহিনীর উপর ভারী মর্টার হামলা চালিয়েছেন।

উমার আল-কাসেম ব্রিগেড:

খান ইউনিসের কেন্দ্রে দখলদার বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছেন।
দখলদারদের একটি সামরিক যানে বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালিয়েছেন। এতে সামরিক যানে থাকা জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || আল-কাসসাম ও সারায়া আল-কুদসের যৌথ মর্টার হামলা || ৩রা জানুয়ারি, ২০২৪
পরবর্তী নিবন্ধকেনিয়ায় ২টি সামরিক ঘাঁটি ও বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিলো আশ-শাবাব