ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১৩ জানুয়ারি, ২০২৪

- সাইফুল ইসলাম

0
237

গত ২৪ ঘণ্টায় ১৩৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েল। আহত হয়েছে আরও প্রায় ৩১২ জন ফিলিস্তিনি।

আল কাসসাম ব্রিগেডের শহীদ কমান্ডার সালেহ আল-আরুরি রহিমাহুল্লাহর ২জন বোনকে বন্দী করেছে জায়োনিস্ট বাহিনী।

সামরিক বিশ্লেষক সিন বেল আল-জাজিরাকে বলেছে, হুথিদের সাগরে জাহাজে আক্রমণ করার ‘ক্ষমতা কমেছে’!

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের আগ্রাসী হামলায় ইয়েমেনে হুথিদের ৬ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে হুথিরা।

সন্ত্রাসী ইসরায়েল পশ্চিম তীরের জেনিনে অভিযান চালিয়েছে। সেখানে তারা হাসপাতাল ঘিরে রেখেছে এবং অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়েছে।

১৩ই জানুয়ারি দখলদার ইসরায়েল ও মার্কিন সন্ত্রাসী জোটের উপর চালানো হামলার বিবরণ:

আল-কাসসাম ব্রিগেড:

বিভিন্ন এলাকায় দখলদার বাহিনীর ৭টি মারকাভা ট্যাংক, ১টি এপিসি এবং ২টি সামরিক ডি৯-বুলডোজার ধ্বংস করেছেন।
খান ইউনিসের পূর্বে একদল পদাতিক জায়োনিস্ট সৈন্যের উপর টিবিজি দিয়ে হামলা চালিয়েছেন।
খান ইউনিসে দুই জায়োনিস্ট সৈন্যকে কাছ থেকে টার্গেট করেছেন।
খান ইউনিসের আইন নাফা টানেলের দিকে অগ্রসর হওয়ার সময় দখলদার বাহিনীর ৪ সদস্যের স্পেশাল পদাতিক সৈন্যের উপর অ্যান্টি পার্সনেল বিস্ফোরক দিয়ে হামলা চালিয়েছেন মুজাহিদগণ।
খান ইউনিসে দখলদার সৈন্য ও সামরিক যানের সমাবেশে ভারী মর্টার হামলা চালিয়েছেন।
খান ইউনিসের পূর্বে জায়োনিস্ট হেলিকপ্টারে SAM মিসাইল দিয়ে হামলা করেছেন।
 খান ইউনিসে রাদিয়া অ্যান্টি পার্সনেল ডিভাইস দিয়ে দখলদার পদাতিক বাহিনীর উপর হামলা করেছেন।

আল-কুদস ব্রিগেড:

বুরেইজ ও মাগাঝি ক্যাম্পে মেশিনগান ও অ্যান্টি ট্যাংক গোলা ব্যবহার করে দখলদার বাহিনীর উপর হামলা করেছেন।
বুরেইজ ক্যাম্পের উত্তর ও পূর্ব এলাকায় দখলদার বাহিনীর অবস্থানে মর্টার হামলা করেছেন।

উমার আল-কাসিম বাহিনী:

আল-জায়তুন এলাকায় দখলদার বাহিনীর সামরিক যানকে লক্ষ্য করে কিছু মর্টার হামলা চালিয়েছেন।
খান ইউনিসের পূর্বে আল-মাহাত্তা এলাকায় দখলদার বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছেন। এতে দখলদার সৈন্যরা আহত ও নিহত হয়েছে।
গাজা শহরের মুখাবারাত এলাকায় দখলদার বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছেন। শত্রুদের একটি সামরিক যানে বিস্ফোরক ডিভাইস দিয়ে ধ্বংস করেছেন। এতে শত্রু সেনারা হতাহত হয়েছে।

হিজবুল্লাহ:

দখলদার বাহিনীর বেশকিছু অবস্থানে রকেট হামলা চালিয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ১২ বছরের মাদ্রাসা ছাত্রদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে পুলিশের মারধোর
পরবর্তী নিবন্ধইউপিতে ২৫০ বছরের পুরনো মসজিদে আজান দেওয়ার জন্য মুসলিম যুবক গ্রেপ্তার