ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১১ ফেব্রুয়ারি, ২০২৪

- সাইফুল ইসলাম

0
151

গত ২৪ ঘণ্টায় ১১২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। এ নিয়ে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা অন্তত ২৮,১৭৬ জন।

রাফাহতে দখলদার বাহিনীর যেকোনো হামলা চুক্তি আলোচনাকে বানচাল করে দেবে বলে জানিয়েছেন একজন হামাস নেতা।

ইসরায়েল রাফাহতে স্থল আগ্রাসন চালানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের সাথে কথা বলেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছে, ‘জনসাধারণকে নিরাপদ রাখার ব্যাপারে পরিকল্পনা না করে রাফাহতে হামলা করা উচিত হবে না’। অর্থাৎ, সে রাফাহতে হামলার অনুমতিও ইসরায়েলকে দিয়েছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সহযোগিতামূলক সংস্থা ইউএনআরডব্লিউএ-এর প্রধান জানিয়েছে, ইসরায়েল তাদের কার্যক্রমে ব্যাপক বাধা সৃষ্টি করছে। আশদুদ বন্দরে এক মাসের খাবার সহায়তা আটকে রেখেছে দখলদার ইসরায়েল।

আল-কাসসাম ব্রিগেড জানিয়েছেন, ইসরায়েলি হামলায় ২ ইসরায়েলি বন্দী নিহত হয়েছে এবং আরও ৮ বন্দী আহত হয়েছে। পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামের অভাবে আহত বন্দীদের অবস্থা আরও খারাপ পর্যায়ে যাচ্ছে বলে জানিয়েছেন আল-কাসসাম ব্রিগেড। ইসরায়েলি বন্দীদের এমন অবস্থার জন্য ইসরায়েলি বোমাবর্ষণ এবং আগ্রাসনকে দায়ী করেছেন তাঁরা।

১১ ফেব্রুয়ারি জায়োনিস্ট বাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের চালানো হামলার বিবরণ:

আল-কুদুস ব্রিগেড:

🔻 খান ইউনিসের পূর্ব উপকণ্ঠে জায়োনিস্ট বাহিনীর গাড়ি ও সৈন্যদের অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।

🔻 খান ইউনিসের দক্ষিণ-পশ্চিমে আরপিজি দিয়ে জায়োনিস্ট বাহিনীর একটি সামরিক যানে আঘাত হেনেছেন।

আল-আকসা শহীদি ব্রিগেড:

🔻 খান ইউনিসে আরপিজি দিয়ে ২টি সামরিক যানে হামলা করেছেন। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে।
🔻 খান ইউনিসের পূর্বে ও পশ্চিমে জায়োনিস্ট অবস্থানে ভারী মর্টার হামলা করেছেন।

মুজাহিদিন ব্রিগেড:

🔻খান ইউনিসের পূর্বাঞ্চলে জায়োনিস্ট বাহিনী ও সামরিক যানের সমাবেশে মর্টারশেল নিক্ষেপ করেছেন।

আবু আলি মুস্তফা ব্রিগেড:

🔻 গাজা এবং জাবালিয়ার পূর্বে জায়োনিস্ট সামরিক অবস্থানে ভারী মর্টার হামলা করেছেন।

🔻 জায়োনিস্ট বাহিনীর তীব্র হামলায় শত্রুসেনারা হতাহত হয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউপযুক্ত সেবা দিয়ে রেকর্ড পরিমাণ অর্থ আয় করেছে তালেবান প্রশাসন
পরবর্তী নিবন্ধসিরিয়ায় আবারো বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল