ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৩১ মার্চ, ২০২৪

0
107

• গাজার আল-শিফা হাসপাতাল থেকে জায়োনিস্ট বাহিনী সেনা প্রত্যাহার করেছে। দুই সপ্তাহ ধরে হাসপাতালটি অবরুদ্ধ করে রেখেছিল জায়োনিস্টরা।

• আল-শিফা হাসপাতালকে ধ্বংসস্তুপে পরিণত করেছে দখলদার ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালে বহু সংখ্যক মানুষের লাশ পাওয়া গেছে।

• দখলদার জায়োনিস্ট বাহিনী ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত তাদের ৬০০ সৈন্য নিহত হওয়ার কথা স্বীকার করেছে।
• ইসরায়েলকে আরও অস্ত্র পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

• গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩২,৭৮২ জন ফিলিস্তিনি।

• তেল আবিবে কয়েক হাজার ইসরায়েলি যুদ্ধবিরতি ও ইসরায়েলি বন্দীদের মুক্ত করার দাবি জানিয়েছ নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে।

• তাল আল-হাওয়াতে জায়োনিস্ট বাহিনীর একটি মারকাভা ট্যাংকে ‌’ইয়াসিন ১০৫ রকেট’ দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

• আল-শিফা হাসপাতালের কাছে এক জায়োনিস্ট সৈন্যকে স্নাইপার হামলার শিকার বানিয়ে আহত করেছেন আল-কাসসাম ব্রিগেড।

• আল-শিফা হাসপাতালে আগ্রাসন চালানো জায়োনিস্ট সৈন্য ও সামরিক যানের উপর মর্টারশেল নিক্ষেপ করেছেন আল-কাসসামের মুজাহিদগণ।

• তাল আল-হাওয়াতে জায়োনিস্ট বাহিনীর কমান্ড সেন্টারে মর্টারশেল হামলা করেছেন।

• দখলীকৃত আশদোদে জায়োনিস্টদের উপর ছুরি দিয়ে হামলা করেছেন ফিলিস্তিনি মুক্তিকামী। এসময় ৩ দখলদার ইসরায়েলি গুরুতরভাবে আহত হয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা, নিহত ১৭
পরবর্তী নিবন্ধদারসে রমাদান।। দারস-১৮।। নিশ্চয়ই আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন।।