সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে সামরিক যান লক্ষ্য করে একটি আইইডি বিস্ফোরণের ঘটনায় তুরস্কের ২ সামরিক কর্মকর্তা সহ তাদের দেহরক্ষী সৈন্যরা নিহত হয়েছে বলে জানা গেছে। পরে এই হামলার তথ্য নিশ্চিত করেছে প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব প্রশাসন।
শাহাদাহ এজেন্সি তথ্য অনুযায়ী, গত ৪ এপ্রিল বৃহস্পতিবার, হারাকাতুশ শাবাব মুজাহিদিন রাজধানী মোগাদিশুর তাবিলহা এলাকায় উক্ত আইইডি বিস্ফোরণ ঘটান। বিস্ফোরণের সময় সামরিক যানটিতে করে ভ্রমণ করছিল তুরস্কের ৪ সামরিক কর্মকর্তা সহ তাদের দেহরক্ষীরা। ফলে সামরিক যানটি বিস্ফোরিত হলে তুরস্কের ২ সামরিক কর্মকর্তা নিহত হয় এবং অপর ২ কর্মকর্তা আহত হয়। এসময় তাদের দেহরক্ষী হিসাবে থাকা ৫ সোমালি সৈন্যও নিহত হয়।
হারাকাতুশ শাবাব প্রশাসন এক বিবৃতিতে এই হামলার কারণ হিসাবে ব্যাখ্যা করেন যে, তুরস্ক দীর্ঘদিন ধরে মুজাহিদদের বিরুদ্ধে পশ্চিমা সমর্থিত সোমালি সরকারের প্রতি সামরিক সমর্থন দিয়ে আসছে। সেই সাথে সোমালি শহর ও গ্রামগুলোতে তুর্কি বিমান থেকে বোমা হামলার সংখ্যা আগের যেকোনো সময়ের চাইতে বৃদ্ধি করা হয়েছে। আর তুরস্কের এসব বোমা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন বেসামরিক নাগরিকরা।
এছাড়াও তুরস্ক সম্প্রতি দেশের উপকূলগুলি সুরক্ষিত করার নামে সমুদ্রের নিয়ন্ত্রণ দখল করেছে। হারাকাতুশ শাবাব মুজাহিদিন তুরস্কের এমন পদক্ষেপকে অবৈধ বলে মনে করে।
একই সাথে তুরস্ক আন্তর্জাতিক জোটের হয়ে এই অঞ্চলে কাজ করছে।
ফলে দেশে পশ্চিমা আধিপত্য বিস্তারে কাজ করা ভঙ্গুর সোমালি সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সমর্থন দিয়ে যাচ্ছে তুরস্ক । আর এই লক্ষ্যে দেশে একটি স্বাধীন, ব্যাপক ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা রোধে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিলে কাজ করছে তুরস্ক। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র শাবাবের অগ্রগতি রোধে “দানব” ফোর্স এবং তুরস্ক “গরগর” ফোর্স নামে দুটি বিশেষ বাহিনীকে শাবাবের বিরুদ্ধে সবধরনের সামরিক প্রশিক্ষণ ও সহায়তা দিয়ে যাচ্ছে। আর তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা প্রশিক্ষিত এই দুটি স্পেশাল ফোর্স সোমালিয়ার দক্ষিণ ও কেন্দ্রেীয় অঞ্চলের ইসলামী প্রদেশগুলোতে প্রতিষ্ঠিত শরিয়াহ শাসন ব্যবস্থাকে উৎখাত করতে ঐক্যবদ্ধ হয়ে সামরিক আগ্রাসন চালাচ্ছে।
আর এমনসব জঘন্যতম অপরাধের কারণে শাবাবের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে তুরস্ক।