গাজায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত, নিহত ৩৪ হাজার ছুঁই ছুঁই

0
82

গত অক্টোবর থেকে শুরু হয়ে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা এখনো চলছে। ইতিমধ্যে অঞ্চলটিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৪ হাজার ছুঁই ছুঁই। অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় ১৮ এপ্রিল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় অন্তত ৭১ জন নিহত এবং ১০৬ জন আহত হয়েছে।
এতে ৭ অক্টোবর থেকে সাত মাসে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে পৌঁছেছে অন্তত ৩৩ হাজার ৯৭০ জনে। পাশাপাশি এ সময়ে আহত হয়েছে ৭৬ হাজার ৭৭০ জন।

মন্ত্রণালয় আরো বলেছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই ২৪ হাজারের বেশি। গাজায় ইসরায়েলি হামলার মুখোমুখি হওয়া ব্যক্তিদের মধ্যে ৭৩ শতাংশই নারী ও শিশু। এছাড়া গাজায় ১৭ হাজার শিশু তাদের পিতামাতা বা উভয়ের যেকোনও একজন ছাড়াই বসবাস করছে।

কঠোর অবরোধ ও অবিরাম হামলার মধ্যে থাকা গাজাবাসীরা অনাহারে ভুগতে ভুগতে দুর্ভিক্ষের প্রান্তে চলে গেছে। ইতোমধ্যেই অপুষ্টি ও পানিশূন্যতায় শিশুসহ অনেকের মৃত্যু হয়েছে। ক্ষুধায় বেপরোয়া হয়ে ওঠা লোকজন ত্রাণের জন্য হাহাকার করছে।


তথ্যসূত্র:
1. Gaza death toll nears 34,000 as Israeli offensive intensifies
https://tinyurl.com/4y968nzr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে দর্শনীয় স্থানসমূহে দেশী-বিদেশি পর্যটকের আকর্ষণ বাড়ছে
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১৯ এপ্রিল, ২০২৪