ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৩ এপ্রিল, ২০২৪

0
82
  • রাফায় জায়োনিস্ট হামলায় একটি পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন এবং আরও চারজন আহত হয়েছেন।
  • খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স প্রাঙ্গণে গণকবর থেকে অন্তত ৩১০টি লাশ এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। এই হাসপাতালকে বেশ কয়েকদিন ব্যাপী অবরুদ্ধ করে রেখেছিল জায়োনিস্ট বাহিনী। এই সময়ই হাসপাতালে গণহত্যা চালায় তারা।
  • আল-কাসসামের মুখপাত্র আবু উবাইদা তাঁর সাম্প্রতিক বক্তব্যে জর্ডানকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরব ফ্রন্ট হিসেবে উল্লেখ করেছেন। এই বক্তব্যের উপর জর্ডানের রাজধানীতে হামাস ও আল-কাসসাম ব্রিগেডের পক্ষে স্লোগান তুলে ইসরায়েলের সাথে নরমালাইজেশনের বিরোধিতা করে বিক্ষোভ করেছেন জর্ডানের জনগণ।
  • গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৪,১৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৭৭,১৪৩ জন ফিলিস্তিনি।
  • দক্ষিণ লেবাননে কয়েক মিনিটে ১৪টি বিমান হামলা চালিয়েছে জায়োনিস্ট বাহিনী।
  • দখলদার ইসরায়েল বলেছিল এই মাসে গাজায় তারা ‘ত্রাণের বন্যা’ বইয়ে দেবে! অথচ প্রয়োজনের তুলনায় খুবই স্বল্প পরিমাণে ত্রাণ সেখানে পৌঁছেছে বলে জানিয়েছে ইউএনআরডব্লিউএ।
  • একটি মানবাধিকার সংস্থা সতর্ক করে বলেছে, ইসরায়েলি বাহিনী উত্তর গাজার বেইত লাহিয়াতে গণহত্যা চালানোর প্রক্রিয়ায় রয়েছে।
  • মধ্য গাজার জুহর আল-দিকের পূর্বে অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা করেছেন আল-কাসসাম ব্রিগেড।
  • বী’ইরি দখলদার বসতিতে মিসাইল হামলা চালিয়েছেন মুজাহিদিন ব্রিগেড।
  • লেবানন থেকে দখলীকৃত উত্তরপশ্চিম ফিলিস্তিনে জায়োনিস্ট বাহিনীর উপর হামলা চালানো হয়েছে।
  • সেদেরত এবং নির’আমে জায়োনিস্ট বাহিনীর উপর রকেট হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদীর্ঘ ১৪ বছর পর পূর্ণতায় পৌঁছেছে আফগানিস্তানের শাহ ওয়া আরুস বাঁধ
পরবর্তী নিবন্ধপশ্চিম তীর: শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী ১৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে