ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের রাফাহতে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে কমপক্ষে ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও অনেকে। ২৯ এপ্রিল, সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
অবশ্য রাফাহতে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা।
স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, গাজা শহরে ইসরায়েলি বিমান দুটি বাড়িতে হামলা চালিয়েছে, এতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে।
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করার জন্য মিশর হামাসের নেতাদের আমন্ত্রণ জানাবে বলে আশা করা হচ্ছে; অথচ এর কয়েক ঘণ্টা আগেই রাফাতে হামলা হলো, যেখানে কয়েক মিলিয়ন মানুষ ইসরায়েলি বোমাবর্ষণ থেকে বাঁচতে আশ্রয় নিয়েছে।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় ৬৬ জনসহ ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এ যুদ্ধে ২৩ লাখ জনসংখ্যার বেশিরভাগকে বাস্তুচ্যুত করেছে এবং বেশিরভাগ ছিটমহল নষ্ট করে দিয়েছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
তথ্যসূত্র:
1. Israel kills at least 20 Palestinians in Rafah, new Gaza ceasefire talks expected in Cairo
– https://tinyurl.com/23hkkcu8