রাফায় ইসরায়েলি হামলায় এক পরিবারের ৯ জন নিহত, বেঁচে রইল শুধু মেয়ে শিশু

0
67

২৯ এপ্রিল, সোমবার ফিলিস্তিনের রাফায় ইসরায়েলি হামলায় এক পরিবারের ৯ সদস্য নিহত হয়েছেন। ওই পরিবারের শুধু এক মেয়েশিশু বেঁচে গেছে। পরিবারের একমাত্র বেঁচে যাওয়া সদস্য সে। আলজাজিরা এতথ্য নিশ্চিত করেছে।

রাফায় আবু তাহার বাড়িতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। পরিবারটির একজন প্রতিবেশী আল–জাজিরাকে জানান, হামলায় বাড়িতে থাকা পরিবারের ৯ সদস্য মারা গেছেন। তিনি শুধু পরিবারটির এক মেয়েশিশুকে ব্যালকনি থেকে বের করে আনতে পেরেছেন। এতে ওই শিশুর প্রাণ বাঁচে।

ওই প্রতিবেশি বলেন, আমি তাকে তাদের ব্যালকনি থেকে উদ্ধার করেছি। শিশুটি সেখানে ঝুঁলে ছিল। সেই হয়তো তার পরিবারের একমাত্র জীবিত ব্যক্তি।

ইসরায়েলি বাহিনী যে বাড়িতে হামলা চালিয়েছে, ওই বাড়ির মালিক একজন পারফিউম বিক্রেতা ছিলেন। তিনি কোনো রাজনৈতিক বা সশস্ত্র দলের সদস্য নন। কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে ইসরায়েলি বাহিনী ওই বাড়ির ওপর হামলা চালিয়েছে।

এদিকে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, রাফা এবং গাজা সিটিতে রাতভর ইসরায়েলি হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। এর মধ্যে নারী এবং শিশুও রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, রাফায় অন্তত তিনটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। প্রাণ গেছে অন্তত ২০ জনের। আহত হয়েছেন অনেকেই। গাজা নগরীতেও দুটি বাড়িতে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে।


তথ্যসূত্র:
1. Neighbour recounts rescuing girl after Israeli strike kills her family in Rafah
https://tinyurl.com/4n4jjkw7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইয়েমেনে আল-কায়েদার পৃথক অভিযানে অন্তত ১৭ শত্রু সৈন্য নিহত
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৩০ এপ্রিল, ২০২৪