বুরকিনায় জেএনআইএমের ৪ অভিযানে অন্তত ৬৫ সেনা নিহত

0
124

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় সামরিক অপারেশনের তীব্রতা বাড়িয়েছে আল-কায়েদা সংশ্লিষ্ট প্রতিরোধ বাহিনী ‘জেএনআইএম’। গত এপ্রিলে দলটির যোদ্ধাদের পরিচালিত অভিযানগুলোর ৪টিতেই অন্তত ৬৫ সেনা সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে।

‘জেএনআইএম’ মুজাহিদগণ তাদের সফল এই চার অভিযানের একটি গত ১০ এপ্রিল বুধবার, দেশটির বানফোরা রাজ্যের ওনগোরো এলাকায় পরিচালনা করেন। অভিযানটি বুরকিনান মিলিশিয়া বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে চালানো হলে অন্তত ১৩ মিলিশিয়া সদস্য নিহত হয় এবং অন্যরা পালিয়ে যায়। পরে মুজাহিদগণ ঘটনাস্থল থেকে ১০টি মোটরসাইকেল সহ অনেক সামরিক সরঞ্জাম গনিমত হিসাবে অর্জন করেন।

মুজাহিদগণ অন্য একটি অভিযান পরিচালনা করেন গত ১৪ এপ্রিল রবিবার। মুজাহিদগণ এই অভিযানটি ফাদানগোর্মা রাজ্যের পানাগুই এলাকায় একটি সেনা ঘাঁটি লক্ষ্য করে পরিচালনা করেন। এতে ৯ সেনা সদস্য নিহত এবং কতক সৈন্য আহত হয়। আর অভিযান শেষে মুজাহিদগণ গনিমত হিসাবে অর্জন করেন ১০টি ক্লাশিনকোভ ও অন্যান্য কিছু সামরিক সরঞ্জাম।

এদিকে ‘জেএনআইএম’ মুজাহিদগণ গত ২৩ এপ্রিল মঙ্গলবার, দেশটির তেনকোডুগৌ রাজ্যের ইওরগা শহরে একটি সেনা ব্যারাকে অতর্কিত আক্রমণ চালান। প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে চলা এই অভিযানে মুজাহিদদের হাতে অন্তত ৩০ বুরকিনান সেনা নিহত হয়। আর অভিযান শেষে মুজাহিদগণ ৬টি সামরিক যান, ৩টি আরপিজি, ৬টি পিকা, ৫৯টি ক্লাশিনকোভ এবং ৩৩টি পিস্তল সহ ৯৬টি বিভিন্ন গোলাবারুদ বাক্স ও অন্যান্য সরঞ্জাম গনিমত লাভ করেন।

এমনিভাবে গত ২৬ এপ্রিল সোমবার, বুরকিনা ফাসোর বাসিলার শহরে, দেশটির জান্তা বাহিনী দ্বারা সমর্থিত মিলিশিয়া বাহিনীর উপর আরও একটি অতর্কিত আক্রমণ চালান মুজাহিদগণ। ফলশ্রুতিতে মিলিশিয়া বাহিনীর অন্তত ১৩ সদস্য নিহত হয়। সেই সাথে মুজাহিদগণ মিলিশিয়া বাহিনী থেকে ১টি বিকা, ১১টি ক্লাশিনকোভ এবং ৮টি মোটরসাইকেল সহ অন্যান্য অনেক সরঞ্জাম জব্দ করতে সক্ষম হন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ধ্বংসস্তূপের নিচে পচছে ১০ হাজার মরদেহ
পরবর্তী নিবন্ধগাজায় ইসরাইলি হামলায় জাতিসংঘের ১৮২ কর্মী নিহত