রাফাতে ইসরায়েলি বোমা হামলায় ২১ ফিলিস্তিনি নিহত

0
29

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ মে মঙ্গলবার গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হানাদার বাহিনীর বোমা হামলায় ২১ ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছে; যাদের মধ্যে বেশিরভাগই মহিলা এবং শিশু। নিহতদের অধিকাংশই রাফাহ শহরের অধিবাসী।

ইসরায়েলি বাহিনীর হামলায় লণ্ডভণ্ড হয়ে পড়ছে গোটা রাফাহ। শহরের আল-জাইনা এলাকায় আল-হামসের বাড়িতে ইসরায়েলি বোমার আঘাতে ১২ জন নিহত হয়েছেন।

দখলদারদের আর্টিলারি গাজা শহরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে আল-জায়তুন, তাল আল-হাওয়া, শেখ আজলিন এবং আল-সাবরার আশেপাশে বোমাবর্ষণ করে। উদ্ধারকারী দল আবু আমরা পরিবারের বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে তিনজনের মৃতদেহ এবং পূর্ব দিকে আল-জেনিনা পাড়ায় আল-হামস পরিবারের আরও চারজনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে।

আল-শামালি এবং আবদেল-আল পরিবারের মালিকানাধীন একটি বাড়িতে বোমা হামলায় আরও চারজন নিহত হয়েছেন।

এদিন রাফাহ শহরের পশ্চিমে তাল আল-সুলতান পাড়ায় আল-দারবি পরিবারের মালিকানাধীন একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় দুই জন মহিলা সহ চারজন নিহত এবং ১৮ জন আহত হয়েছে।

এছাড়াও, উত্তর গাজা উপত্যকায় বেইত লাহিয়া শহরের আল-আতাত্রা এলাকার একটি বাড়িতে দখলদার ইসরায়েলী বিমান থেকে বোমাবর্ষণ করা হয়েছে।

উল্লেখ্য, প্রায় ৭ মাস ধরে গাজার বিভিন্ন প্রান্তে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরাইল। তাদের নির্বিচারে বোমা হামলায় এখন পর্যন্ত ৩৪,৭৩৫ জন নাগরিক নিহত হয়েছে, যাদের বেশিরভাগই মহিলা ও শিশু।

তথ্যসূত্র:
1. 21 Palestinians killed in Israeli bombing in Gaza, Rafah
– https://tinyurl.com/4v9tuf3c

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের হিন্দু জাতীয়তাবাদীরা জ্ঞানভাপি মসজিদ ভেঙ্গে মন্দির স্থাপনের জন্য আদালতে আবেদন করছে
পরবর্তী নিবন্ধকান্দাহার-স্পিন বোল্ডাক রেলওয়ে প্রকল্পের জরিপ কাজ শুরু করেছে ইমারতে ইসলামিয়া