কান্দাহার-স্পিন বোল্ডাক রেলওয়ে প্রকল্পের জরিপ কাজ শুরু করেছে ইমারতে ইসলামিয়া

0
94

বিগত ৫ মে কান্দাহার-স্পিন বোল্ডাক রেলওয়ে প্রকল্পের জরিপ কাজ শুরু করেছে ইমারতে ইসলামিয়ার জাতীয় রেলওয়ে কর্তৃপক্ষ। রেলপথটির দৈর্ঘ্য ৯৬ কিলোমিটার। এটির মাধ্যমে কান্দাহার শহর ও স্পিন বোল্ডাক জেলার মধ্যে রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। এছাড়া এটি আরও বর্ধিত হয়ে পাকিস্তানের চামান জেলায় সংযুক্ত হবে।

জরিপ কাজ শুরু করার পূর্বেই প্রকল্প সংশ্লিষ্ট প্রযুক্তিগত ও আর্থিক বিষয়াদি বিশদভাবে বিচার-বিশ্লেষণ করা হয়েছে। রেললাইন নির্মাণের জন্য প্রস্তাবিত রেলপথের উপর বর্তমানে প্রযুক্তিগত মূল্যায়ন পরিচালিত হচ্ছে। অতঃপর রেলপথটি চূড়ান্ত হলে প্রকল্পের মূল নকশা প্রণয়ন করা হবে। এতে রেললাইন নির্মাণ কাজের যাবতীয় পূর্ব প্রস্তুতি সম্পন্ন হবে ইনশাআল্লাহ্‌।

আফগানিস্তানে চলমান রেলওয়ে প্রকল্পের মধ্যে খাফ-হেরাত বা ট্রান্স-আফগান প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তোষজনক গতিতে এটির কাজ চলমান রয়েছে। এছাড়া আন্দখই-মাজারি শরীফ ও শেবেরঘান-মাজারি শরীফ রেলওয়ে প্রকল্পের কাজ অতি শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছে আফগান রেলওয়ে কর্তৃপক্ষ।

উল্লেখ্য যে, বর্তমানে আফগানিস্তান জুড়ে ২৩০ কিলোমিটার রেলপথে রেল যোগাযোগ কার্যকর রয়েছে। রেলপথে বানিজ্যিক পণ্য পরিবহন তুলনামূলকভাবে সাশ্রয়ী। তাই রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আন্তরিক প্রচেষ্টা অব্যহত রেখেছে ইমারতে ইসলামিয়া সরকার।

তথ্যসূত্র:
1) Survey Begins for Kandahar City-Spin Boldak Railway Project
– https://www.alemarahenglish.af/survey-work-begins-for-kandahar-city-spin-boldak-railway-project/
2) Afghanistan Railway Authority Announces 3 New Projects
– https://tolonews.com/index.php/business-188554

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাফাতে ইসরায়েলি বোমা হামলায় ২১ ফিলিস্তিনি নিহত
পরবর্তী নিবন্ধদুই বাংলাদেশিকে হত্যা করে লাশ নিয়ে গেছে ভারতীয় বাহিনী