ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের বিমান হামলায় আরও সাতজন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
আল-আহলি হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, বিধ্বস্ত এই উত্তরাঞ্চলীয় শহরের পূর্ব দিকের জেইতুন এলাকায় অবস্থিত একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি সেনাবাহিনীর বোমা হামলায় একই পরিবারের সাত সদস্য নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে আছেন স্বামী, স্ত্রী ও তাঁদের পাঁচ সন্তান। এছাড়া বুধবার প্রত্যক্ষদর্শীরা অবরুদ্ধ এই উপত্যকার অন্য আরও স্থানে, বিশেষ করে রাফার আশপাশেও হামলার খবর দিয়েছে।
এদিকে ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। গতকাল মঙ্গলবার মিসর সীমান্তবর্তী রাফা ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশ নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে সপ্তাহান্তে রকেট হামলায় ইসরায়েলের চার সেনা নিহত হওয়ার পর কারেম শালম সীমান্ত বন্ধ করে দেয় দখলদার ইসরাইল। কেরেম শালম ক্রসিং বন্ধ করে দেওয়ায়, অবরুদ্ধ গাজা এখন কার্যত বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন।
রাফা ও কারেম শালম ক্রসিং পয়েন্ট বন্ধ করে দেয়ার ফলে ২৪ ঘণ্টায় গাজায় কোনো সহায়তা পৌঁছেনি। ফলে গাজার ভিতরে যেসকল মানুষ আছেন, তাদেরকে সহায়তা করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। রাফা ক্রসিংয়ে মানবিক সহায়তা কর্মীদের প্রবেশের অনুমতি দিচ্ছে না ইসরায়েল। তারা মিশরের সঙ্গে গাজার এই ক্রসিং পয়েন্ট নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।
অন্যদিকে ইউনিসেফের কর্মকর্তা টেস ইঙ্গরাম বলেছেন, গত ২৪ ঘণ্টায় গাজার অভ্যন্তররে কোনো মানবিক সহায়তা প্রবেশ করেনি। পরিস্থিতি বিপর্যয়কর। তিনি বলেছেন, গাজা দুর্ভিক্ষে পড়েছে, অথচ কোনো সহায়তা আসছে না।
উল্লেখ্য, গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকায় পরিবারগুলোর ওপর ছয়টি গণহত্যা চালিয়েছে এবং এতে করে গত ২৪ ঘণ্টায় ৫৪ জন শহীদ এবং আরও ৯৬ জন আহত হয়েছেন। এ পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে অন্তত ৩৪ হাজার ৭৮৯ জনে পৌঁছেছে।’
তথ্যসূত্র:
1. Israeli forces seize Rafah crossing
– https://tinyurl.com/mr3prj7w
2. An Israeli airstrike kills Ahmed Hamad along with his wife and their four children in Gaza
– https://tinyurl.com/mpmkvvhz
3. Gaza aid ‘choked off’ after IDF seizes Rafah border crossing
– https://tinyurl.com/4f7vf7p8