ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৯ মে, ২০২৪

0
96

রাফায় জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে তীব্র যুদ্ধ চালাচ্ছেন প্রতিরোধ যোদ্ধারা। শত্রু বাহিনীর উপর রকেট, মর্টার এবং বিভিন্ন বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত করছেন তারা। অন্যদিকে জায়োনিস্ট দখলদার বাহিনী ট্যাংক নিয়ে রাফার আরও ভেতরে ঢুকার চেষ্টা করছে।

দখলদার জায়োনিস্ট বাহিনীর আক্রমণের কারণে প্রায় ৮০ হাজার ফিলিস্তিনি রাফা ত্যাগ করেছেন। আরও অনেকে রাফা থেকে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করছেন ।

জায়োনিস্ট দখলদার বাহিনী রাফা ক্রসিংয়ের উপর দখলদারিত্ব প্রতিষ্ঠা করা রাখার কারণে গাজায় তিন দিন ধরে কোনো ত্রাণ পৌঁছাতে পারছে না।

ইসরায়েল বলেছে, রাফায় স্থল আগ্রাসন চালানোর জন্য যে ধরনের অস্ত্র দরকার, তার সব অস্ত্রই তাদের কাছে আছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে আক্রমণাত্মক অস্ত্র না দেওয়ার ঘোষণার জবাবে এই কথা বলে ইসরায়েল।

দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালিয়ে এখন পর্যন্ত অন্তত ৩৪,৯০৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।

রাফায় অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

রাফায় জায়োনিস্ট সৈন্যদের অবস্থানে মর্টারশেল হামলা করেছেন আল-কুদুস ব্রিগেড ।

গাজা শহরের আল-জায়তুন এলাকায় জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল নিক্ষেপ করেছেন আল-কুদুস ব্রিগেড।

গাজা শহরের আল-সাবরা এলাকার দক্ষিণপূর্বে জায়োনিস্ট বাহিনীর ডি৯ বুলডোজারে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

গাজা শহরের দক্ষিণে নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর সাপ্লাই লাইনের কমান্ড ও কন্ট্রোল সেন্টারে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।

রাফার বিমানবন্দরের কাছে জায়োনিস্ট বাহিনীর গাড়ির অবস্থানে স্বল্প দূরত্বের রকেট হামলা চালিয়েছেন উমার আল-কাসিম বাহিনী।

নেতজারিমের পশ্চিমাঞ্চলে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন উমার আল-কাসিম বাহিনী।

রাফার পূর্বে আগ্রাসী জায়োনিস্ট সৈন্যদের বিরুদ্ধে তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেডের যোদ্ধারা।

রাফার পূর্বে আবু হালাওয়া জংশনের পূর্বে অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে উপযুক্ত যুদ্ধাস্ত্র নিয়ে তীব্র যুদ্ধ করেছেন উমার আল-কাসিম বাহিনী।

গাজা শহরের আল-জায়তুন এলাকার দক্ষিণে আগ্রাসন চালানো দুটি জায়োনিস্ট গাড়িকে লক্ষ্য করে ইয়াসিন ১০৫ এবং সোয়াথ বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

রাফার পূর্বে জায়োনিস্ট বাহিনীর একদল ইঞ্জিনিয়ারিং ইউনিটকে ববি-ট্র্যাপ টানেলের শিকার বানিয়েছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ। জায়োনিস্ট বাহিনীর সাথে ছিল ৩টি গাড়ি, একটি খননকারী মেশিন। এ হামলা জায়োনিস্ট বাহিনীর কতিপয় সৈন্য হতাহত হয়েছে।

নেতাজারিমে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে রকেট হামলা চালিয়েছেন মুজাহিদিন ব্রিগেড।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএবারে তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত!
পরবর্তী নিবন্ধখাদ্যে মূল্যস্ফীতি ১৫%, বিপাকে দেশবাসী