ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৬ মে, ২০২৪

0
7

জায়োনিস্ট বাহিনী রাফায় স্বীকৃত একটি নিরাপদ স্থানে ফিলিস্তিনি শরণার্থীদের তাবুতে ভয়াবহ হামলা চালিয়েছে। এতে অন্তত ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু।

জায়োনিস্ট বাহিনী গাজাজুড়ে হামলা চালিয়ে অন্তত ১৬০ জনকে হত্যা করেছে।

জায়োনিস্ট হামলায় গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৬,০৫০ জন ফিলিস্তিনি।

পশ্চিম তীরে জায়োনিস্ট বাহিনীর মোকাবেলায় তীব্র লড়াই করেছেন আল-কুদুস ব্রিগেডের যোদ্ধারা। জায়োনিস্টরা ফিলিস্তিনিদের বাড়িঘরে বুলডোজার নিয়ে হামলা চালাচ্ছে। আগ্রাসী জায়োনিস্ট বাহিনীকে মোকাবেলায় নিজেদের সর্বশক্তি ব্যয় করার ঘোষণা দিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা।

আসকার ক্যাম্পে আগ্রাসন চালানো জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াই করেছেন আল-আকসা শহীদি ব্রিগেড।

উত্তর গাজার বেইত লাহিয়া প্রজেক্টে ইয়াসিন ১০৫ দিয়ে একটি মারকাভা ৪ ট্যাংকে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

জাবালিয়া ক্যাম্পের আল-কাসাইব পাড়ায় অনুপ্রবেশকারী জায়োনিস্ট শত্রু সৈন্যদের উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

গত ২৪ ঘণ্টায় পশ্চিম তীরের জেনিনে এবং গাজায় মোট ১৩টি অভিযান চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।

আল-কাসাইব পাড়ায় একটি বাড়িতে অবস্থান নেওয়া্ এক জায়োনিস্ট সৈন্যকে স্নাইপিং করেছেন আল-আকসা শহীদি ব্রিগেড। সরাসরি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে শত্রুসৈন্য।

তেলআবিবে জায়োনিস্টদের উপর রকেট হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের আল-দাখিলিয়াহ স্ট্রিট এবং ব্লক-২ এলাকায় জায়োনিস্ট বাহিনীর ৫টি ট্যাংক, ২টি সামরিক বুলডোজার এবং একটি জায়োনিস্ট সৈন্যবাহী গাড়িতে ইয়াসিন ১০৫, তানডেম শেল এবং শোয়াথ বিস্ফোরক ডিভাইসের পাশাপাশি গেরিলা একশন ডিভাইস ব্যবহার করে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

নেতজারিমে জায়োনিস্ট অবস্থানে রাজুম রকেট হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

জাবালিয়া ক্যাম্পের আল-আনসার মসজিদের উপকণ্ঠে জায়োনিস্ট বাহিনীর একটি মারকাভা ট্যাংকে শোয়াথ বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালিয়েছেন আল কাসসাম ব্রিগেড।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখাফ-হেরাত রেলওয়ে প্রকল্পের ৪র্থ অংশের চূড়ান্ত পর্যায়ের নির্মাণ কাজ শুরু
পরবর্তী নিবন্ধগুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক সংশ্লিষ্ট প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান