ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করল আরও ১২৬ জন সদস্য

0
215

ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত আরও ১২৬ জন সদস্য সম্প্রতি সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। গত ২৭ মে আবদুল্লাহ বিন মাসউদ যৌথ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে এই সদস্যগণ সফলভাবে তাদের সেনা প্রশিক্ষণ সম্পন্ন করে স্নাতক হয়েছেন। এটি ছিল ৪ মাসের একটি পেশাগত স্নাতক প্রশিক্ষণ। প্রশিক্ষণার্থীগণ ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন ইউনিট ও উপদলের অন্তর্ভুক্ত ছিলেন।

একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সদ্য স্নাতক প্রশিক্ষণ সম্পন্নকারী এই সদস্যগণকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তাগণ নতুন সেনা সদস্যদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করেন। তারা যুগোপযোগী শিক্ষা ও পেশাগত উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। ব্যক্তিগত স্বার্থের উপর শরীয়াহ ও ইসলামী ব্যবস্থাকে অগ্রাধিকার দিতে তারা নতুন সেনা সদস্যদের আহ্বান জানান। একই সাথে ইসলামী মূল্যবোধ ধারণ করার গুরুত্ব তুলে ধরেন।

নতুন প্রশিক্ষণ সম্পন্নকারী সেনা সদস্যগণ তাদের জান-মাল দিয়ে ইসলামী ব্যবস্থা ও দেশকে হেফাজত করার অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য যে, সমৃদ্ধ সেনাবাহিনী গড়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে সেনা প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে যাচ্ছে ইমারতে ইসলামিয়া সরকার। এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে প্রতিনিয়তই নতুন নতুন সেনা সদস্য যুক্ত হচ্ছে ইমারতে ইসলামিয়ার সামরিক বাহিনীতে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমুমিনের ব্যাপারে সুধারণা রাখা, মন্দ ধারণা থেকে বিরত থাকা
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৯ মে, ২০২৪