ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২ জুন, ২০২৪

0
134

মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের কাছে জায়োনিস্ট হামলায় ৬ নারী ও শিশু এবং নুসেইরাত শরণার্থী শিবিরে হামলায় ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খান ইউনিসের আবাসিক বাড়িতে হামলা চালিয়ে গত রাতে অন্তত ৩ শিশুসহ ১২ জনকে হত্যা করেছে জায়োনিস্ট ইসরায়েল।

দখলদার ইসরায়েলিরা ইসরায়েলি বন্দীদের মুক্ত করতে বন্দী বিনিময়ে চুক্তির দাবিতে তেল আবিবের রাস্তায় নেমে বিক্ষোভ করেছে।

ইসরায়েলি জায়োনিস্ট প্রতিরক্ষামন্ত্রী ইয়্যুভ গ্যালান্ট বলেছে, ‘আমরা গাজায় কোনো স্তরেই হামাসের শাসনকে গ্রহণ করবো না’

হামাস মুখপাত্র ওসামা হামদান মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি বলেছেন, হামাসকে এখনও এই চুক্তি প্রস্তাবের কোনো লিখিত ডকুমেন্ট দেওয়া হয়নি।

জায়োনিস্ট ইসরায়েলি বাহিনীর ৩ সপ্তাহব্যাপী হামলা শেষে জাবালিয়া শরণার্থী শিবির থেকে আরও ৭০টির মতো লাশ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা।

গাজায় দখলদার ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৬,৪৩৯ জন ফিলিস্তিনি।

উত্তর সিরিয়ার আলেপ্পোর কাছে জায়োনিস্ট ইসরায়েলি হামলায় ১২ ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।

পশ্চিম তীরে ওয়াফা সংবাদ মাধ্যমের একজন সাংবাদিককে বন্দী করেছে জায়োনিস্ট ইসরায়েল।

রাফার পশ্চিমে গত ৩০শে মে ১টি জায়োনিস্ট সৈন্যবহনকারী গাড়ি এবং একটি ডি৯ বুলডোজারে শোয়াথ বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা করার তথ্য দিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেডের যোদ্ধারা।

রাফার ফিলিস্তিন-মিশর সীমান্তে ইয়াবনা ক্যাম্পের দক্ষিণে অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর উপর রকেট হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।

রাফার পূর্বে আগ্রাসী জায়োনিস্ট ট্যাংকে আরপিজি দিয়ে হামলা করেছেন আল-আকসা শহীদি ব্রিগেডের যোদ্ধারা।

ইয়াবনা ক্যাম্পের পশ্চিমে আল-বাহমা এলাকায় অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।

রাফা ও নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর উপর তিনটি হামলা চালিয়েছেন ওমার আল-কাসিম বাহিনী।

রাফার সালাহ আল-দ্বীন গেট স্ট্রিটে ২টি জায়োনিস্ট ডি৯ বুলডোজারে দুটি তানডেম গোলা দিয়ে হামলা করেছেন আল-কাসসাম ব্রিগেড।

নেতজারিমে জায়োনিস্ট কমান্ড হেডকোয়ার্টারে রাজুম স্বল্প দূরত্বের রকেট হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

গাজা শহরের আল-সাবরা পাড়ার দক্ষিণে ইউনিভার্সিটি কলেজ প্রাঙ্গণে একটি জায়োনিস্ট মারকাভা ট্যাংকে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম মুজাহিদিন।

রাফার ইয়াবনা ক্যাম্পের আল-আমাল অ্যাসোসিয়েশনের কাছে একটি জায়োনিস্ট ডি৯ বুলডোজারে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা করেছেন আল-কাসসাম ব্রিগেড।

উপরোক্ত হামলাগুলো ছাড়াও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা গাজাজুড়ে জায়োনিস্ট বাহিনীর উপর আরও বেশ কিছু হামলা পরিচালনা করেছেন। এছাড়া, দখলীকৃত গোলানে এবং দখলীকৃত ফিলিস্তিনের অন্য অংশগুলোতেও হামলা চালানো হয়েছে। বিশেষত লেবানন থেকে প্রতিরোধ যোদ্ধারা বেশকিছু রকেট ও মর্টারশেল হামলা চালিয়েছেন দখলদার বাহিনীর উপর।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট || পশ্চিম আফ্রিকায় আল-কায়েদার প্রশিক্ষণ শিবির থেকে
পরবর্তী নিবন্ধমন্দ বিষয় প্রচার হলে কি করবেন?