দুই কাশ্মীরি যুবককে খুন করল ভারতীয় বাহিনী

0
210

অধিকৃত কাশ্মীরে ভারতীয় বাহিনীর সন্ত্রাসবাদের শিকার হয়েছেন আরও দুই মুসলিম যুবক।
কাশ্মীর মিডিয়া সার্ভিস জানিয়েছে, গত কয়েকদিন ধরেই দখলদার ভারতীয় বাহিনী কাশ্মীরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে অভিযান চালাচ্ছিল। এর মধ্যে গত ৩ জুন পুলওয়ামা জেলার নিহামা এলাকায় একটি বাড়িতে ভারতীয় সেনা ও আধাসামরিক বাহিনী যৌথ সহিংস তল্লাশি অভিযান চালায়। এতে নিহত হন দুই কাশ্মীরি যুবক।

অভিযানের সময় সেনারা বাড়িটিকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি এবং বিস্ফোরক পদার্থ দিয়ে হামলা চালায়, ফলে বাড়িটিতে কিছুক্ষণ সাদা ধোঁয়া উড়তে দেখা গেছে এবং পরে বাড়িটিতে আগুন ধরে যায়।

উল্লেখ্য, কাশ্মীরে মুসলিমদের বাড়িতে কেবল সন্দেহের বশে এবং কখনো কখনো অকারণেই অভিযানের নামে তল্লাশি ও হয়রানি করে ভারতীয় দখলদার বাহিনীগুলো। আর তারা যখন যাকে ইচ্ছা তাকেই গুম-খুনের শিকার বানায়। বিশ্লেষকরা মনে করেন, কাশ্মীরি মুসলিমদের বিশেষ করে যুবকদের স্বাধীনতা অর্জন ও শরিয়া শাসন কায়েমের স্পৃহা নষ্ট করে দিতেই এমনটি করে থাকে হিন্দুত্ববাদী ভারতীয় বাহিনী।


তথ্যসূত্র:
1. Indian troops martyr two Kashmiri youth in Pulwama
https://tinyurl.com/yc6n354k
2. Indian forces launch search operations in Samba, Poonch
https://tinyurl.com/2wpxa6z4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে প্রথমবারের মতো কার্ডিয়াক সার্জারি বিভাগ ও কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন সেন্টার স্থাপন
পরবর্তী নিবন্ধইসরায়েল পশ্চিম তীরে ৯,০০০ এরও বেশি ফিলিস্তিনিকে আটক করেছে