ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৫ জুন, ২০২৪

0
142

মধ্য গাজায় হামলা চালিয়ে অন্তত ১৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে সন্ত্রাসবাদী ইসরায়েল।

মধ্য গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে আশ্রয় নেওয়া শরণার্থীদের উপর সন্ত্রাসী বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ডক্টরস উইদাউট বর্ডারস বলেছে, দেইর আল-বালাহতে আল-আকসা হাসপাতাল কেমন যেন ‘ডুবন্ত জাহাজ’, যে জাহাজ আহত ও নিহত ফিলিস্তিনি দিয়ে ভরপুর।

গাজায় সন্ত্রাসবাদী জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৬,৬৫৪ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও অন্তত ৮৩,৩০৯ জন ফিলিস্তিনি।

মধ্য গাজার বুরেইজ ক্যাম্পের পূর্বে অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

মধ্য গাজার দেইর আল-বালাহতে একটি জায়োনিস্ট মারকাভা ট্যাংকে ইয়াসিন ১০৫ দিযে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

দেইর আল-বালাহতে দুটি জায়োনিস্ট মারকাভা ট্যাংকে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড। এই হামলাগুলোতেও ইয়াসিন ১০৫ গোলা ব্যবহার করা হয়েছে।

রাফার পশ্চিমে তাল জুরুবের কাছে ৫ সদস্যের আগ্রাসী জায়োনিস্ট বাহিনীর উপর ববি-ট্র্যাপের বিস্ফোরণ ঘটিয়ে ঐ দলকে ধ্বংস করা হয়েছে।

রাফাতে আগ্রাসন চালানো জায়োনিস্ট বাহিনীর হেডকোয়ার্টারের অভ্যন্তরে প্রবেশ করতে সক্ষম হন আল-কাসসাম ব্রিগেড। শত্রুদের হেডকোয়ার্টারে প্রবেশ করে হামলা চালান মুজাহিদগণ।

দেইর আল-বালাহতে দুটি জায়োনিস্ট ডি৯ বুলডোজারে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

দেইর আল-বালাহের পূর্বে অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর সাথে তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছেন আল-কাসসাম মুজাহিদিন।

দেইর আল-বালাহতে দুটি জায়োনিস্ট মারকাভা ট্যাংকে দুটি ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

রাফা শহরে ইয়াবনা ক্যাম্পে একটি জায়োনিস্ট মারকাভা-৪ ট্যাংকে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম মুজাহিদিন।

রাফার ইয়াবনা ক্যাম্পে একটি বাড়িতে অবস্থান নিয়েছিল জায়োনিস্ট বাহিনীর একটি দল। সেখানে তাদের উপর টিবিজি দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড এবং আল-কুদুস ব্রিগেডের যোদ্ধারা। এতে জায়োনিস্ট সৈন্যরা নিহত ও আহত হয়েছে।

মধ্য গাজার দেইর আল-বালাহের পূর্বে একটি জায়োনিস্ট ডি৯ বুলডোজারে শাওয়াজ ডিভাইস দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

রাফার দক্ষিণে ইয়াবনা ক্যাম্পে আল-বালাউয়ি জংশনে ইয়াসিন ১০৫ দিয়ে একটি জায়োনিস্ট মারকাভা-৪ ট্যাংকে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

রাফার পূর্বে কারাম শালুম সাইটে জায়োনিস্ট বাহিনীর কমান্ড এবং কন্ট্রোল হেডকোয়ার্টারে রাজুম মিসাইল দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপুলওয়ামায় ভারতীয় পুলিশ হেফাজতে মারধরে বেসামরিক মুসলিম খুন
পরবর্তী নিবন্ধবেনিনে আল-কায়েদার অতর্কিত অভিযানে অন্তত ৭ সৈন্য নিহত