ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১৮ জুন, ২০২৪

0
135

* গাজার আল-মাওয়াসি মানবিক জোনের তাবুতে বোমা হামলা করেছে জায়োনিস্ট বাহিনী। এতে অন্তত ৭জন নিহত হয়েছে।

* জায়োনিস্ট বাহিনী ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীদের অপহরণ করে নিয়ে তাদের উপর অত্যাচার করছে। এ বিষয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন গাজার কর্তৃপক্ষ।

* ইসরায়েলি বাহিনী জানিয়েছে, লেবাননে আক্রমণ চালানোর পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়েছে তাদের।

* পশ্চিম তীর থেকে ঈদের সময় অন্তত ৯০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে জায়োনিস্ট বাহিনী।

* গাজায় দখলদার বাহিনীর হামলায় অন্তত ৩৭,৩৯৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

* রাফার পশ্চিমে শাবুরা ক্যাম্পে একটি জায়োনিস্ট সৈন্যবাহী গাড়িতে আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন উমার আল কাসিম বাহিনী।

* রাফার তাল আল সুলতান পাড়ার দক্ষিণে আগ্রাসী জায়োনিস্ট বাহিনীর হেডকোয়ার্টারে মর্টারশেল হামলা চালিয়েছেন আল কাসসাম ব্রিগেড।

* রাফার তাল আল সুলতান পাড়ার দুটি জায়োনিস্ট মারকাভা ট্যাংকে দুটি ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন আল কাসসাম ব্রিগেড।

* রাফার তাল আল সুলতান পাড়ার দক্ষিণ-পশ্চিমে জায়োনিস্ট অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল কাসসাম ব্রিগেড।

* নাবলুসে আরব স্পেশালাইজড হাসপাতাল প্রাঙ্গণে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছেন আল আকসা শহীদি ব্রিগেডের যোদ্ধারা।

* নাবলুসে জায়োনিস্ট বাহিনীর সাথে তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছেন আল আকসা শহীদি ব্রিগেড।

* রাফার তাল আল সুলতান পাড়ার দক্ষিণে জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল আকসা শহীদি ব্রিগেড।

* নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর কমান্ড হেডকোয়ার্টারে মর্টারশেল হামলা চালিয়েছেন আল আকসা শহীদি ব্রিগেড এবং আল কুদুস ব্রিগেড।

* নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর হেডকোয়ার্টারে রকেট হামলা চালিয়েছেন মুজাহিদিন ব্রিগেড।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহামলা চালিয়ে গাজাকে বসবাসের অযোগ্য করা হয়েছে
পরবর্তী নিবন্ধরাফায় ১০ ফিলিস্তিনি নিরাপত্তাকর্মীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী