পূর্ব আফ্রিকায় দখলদার ইথিওপিয়ান ও কেনিয়ান বাহিনীর বিরুদ্ধে ৩টি পৃথক অপারেশন চালিয়েছেন আশ-শাবাব মুজাহিদিন। শাবাবের অভিযানে দু’টি দখলদার শক্তির ৭ সেনা নিহত এবং আরও ৪ সেনা আহত হয়েছে বলে জানা গেছে।
শাহাদাহ এজেন্সির তথ্যমতে, হারাকাতুশ শাবাব মুজাহিদিন গত ২৪ জুন, দক্ষিণ-পশ্চিম সোমালিয়ার বে রাজ্যে একটি সফল অভিযান পরিচালনা করছেন। অভিযানটি দাইনাসুর শহরে দখলদার ইথিওপিয়ান সেনাবাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়। এতে ৩ ইথিওপিয়ান সৈন্য নিহত হয়।
এদিন কেনিয়ার উপকূলীয় রাজ্য লামুতেও একটি সফল অভিযান চালান মুজাহিদগণ। অভিযানটি উক্ত রাজ্যের ইশাকানি শহরে কেনিয়ান সেনাদের একটি সামরিক ঘাঁটিতে চালানো হয়। ফলশ্রুতিতে ২ কেনিয়ান সৈন্য নিহত এবং অন্য এক সৈন্য আহত হয়।
এই অভিযানের একদিন পর লামুতে কেনিয়ান সেনাদের ঘাঁটিতে আরও একটি আক্রমণ চালান মুজাহিদগণ। ফলশ্রুতিতে ২ কেনিয়ান সৈন্য নিহত এবং আরও ৩ সৈন্য আহত হয়।