ভারতে দুই লক্ষ মুসলিমকে হত্যার হুমকি বিজেপি নেতার

0
314

২২ জুন, ভারতীয় মুসলমানদের লক্ষ্য করে কর্ণেল সিং নামক বিজেপি নেতার দেওয়া বিদ্বেষপূর্ণ এক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে কয়েকজন পুলিশ অফিসারকে পাশে বসিয়ে বিজেপির ওই নেতাকে বলতে দেখা যায়, “আপনাদের হাতে ৪৮ ঘন্টা সময়, এর মাঝে যা করার করুন। অন্যথায়, এখানে দুই লক্ষ মুসলিম বসবাস করে এদের সকলকে আমরা হত্যা করবো”।

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় , ২২ জুন একটি হিন্দু কলোনীতে গরুর মাথা পাওয়ার পরে এই ঘটনা ঘটে। স্থানীয় মুসলিমদের দাবী- দাঙ্গা বাধনোর জন্য কোনো মহল এই কাজ করেছে। দিল্লির সংগম বিহার এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় একজন মুসলিম বাসিন্দা ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে জানান, উগ্র হিন্দুরা মুসলিমদের লক্ষ্য করে “সন্ত্রাস”, “পাকিস্তানে পাঠিয়ে দাও” সহ আরো অনেক বিদ্বেষ মূলক স্লোগান দেয়।

ভারতীয় মুসলিমদের লক্ষ্য করে এই ধরণের উগ্রবাদী বক্তব্য নতুন কিছু নয়। প্রায়শই উগ্রবাদী নেতাদেরকে এমন বক্তব্য দিতে দেখা যায়।

আরও পড়ুনঃ ভারতের নির্বাচনে মুসলিমদের নিশানা করে প্রচারণা


তথ্যসূত্রঃ

1. BJP leader threatens to slaughter 2 lakh Muslims
-https://tinyurl.com/bdz57k29

2. BJP leader threatens to ‘slaughter 200,000 Muslims’ over cow incident
-https://tinyurl.com/mvyn29f8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরে ২৮ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করল ইসরায়েলি বাহিনী
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৮ জুন, ২০২৪