ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৮ জুন, ২০২৪

0
175

• গাজা শহরের শুজাইয়া পাড়ায় ইসরায়েলি দখলদার বাহিনীর নতুন করে স্থল আগ্রাসনের কারণে অন্তত ৬০ হাজার ফিলিস্তিনি পুনরায় বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মুখপাত্র স্টেফানে ডুজাররিক।
• মধ্য গাজার মাগাঝি শরণার্থী শিবিরে জায়োনিস্ট হামলায় ফিলিস্তিনিদের মাঝে হতাহতের ঘটনা ঘটেছে।
• গাজা শহরের আবাসিক বাড়িঘরে ইসরায়েলি হামলায় ৪ শিশুসহ অন্তত ৬ জন নিহত এবং আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
• গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৭,৮৩৪ জন ফিলিস্তিনি।
• তাল আল-হাওয়া পাড়ায় একদল জায়োনিস্ট সৈন্যকে আরবিজি গোলা দিয়ে টার্গেট করেছেন আল-কাসসাম ব্রিগেড।
• শুজাইয়ার পূর্বে তালেট আর মুনতারে একদল জায়োনিস্ট পদাতিক সৈন্যের বিরুদ্ধে পয়েন্ট-ব্ল্যাঙ্ক দূরত্ব থেকে তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছেন আল-কুদুস ব্রিগেডের যোদ্ধারা। এর আগে তারা সেখানে একটি গ্রাউন্ড বোমা দিয়ে একটি জায়োনিস্ট সামরিক গাড়িতে গুড়িয়ে দিয়েছেন। এতে জায়োনিস্ট সৈন্যদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে।
• শুজাইয়া পাড়ায় অনুপ্রবেশকারী জায়োনিস্ট সৈন্যদের উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।
• বাগদাদ স্ট্রিটে আগে থেকে পুঁতে রাখা একটি গ্রাউন্ড বোমা বিস্ফোরণে একটি জায়োনিস্ট গাড়িকে উড়িয়ে দিয়েছেন আল-কুদুস ব্রিগেড।
• রাফার পূর্ব আকাশ থেকে একটি জায়োনিস্ট ড্রোনের উপর নিয়ন্ত্রণ নিয়েছেন আল-কুদুস ব্রিগেড।
• শুজাইয়া পাড়ায় আগে থেকেই প্রস্তুত হয়ে থাকা আল আকসা শহীদি ব্রিগেডের যোদ্ধারা জায়োনিস্ট গাড়িতে একটি বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালিয়েছেন। এতে তৎক্ষণাৎ গাড়িটিতে আগুন ধরে যায় এবং ভেতরে থাকা জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়।
• গাজা শহরের শুজাইয়া পাড়ায় জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।
• শুজাইয়া পাড়ার বাগদাদ স্ট্রিটে অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• গাজা শহরের পূর্বে শুজাইয়া পাড়ায় অনুপ্রবেশকারী জায়োনিস্ট শত্রুবাহিনীর বিরুদ্ধে তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছেন আবু আলী মুস্তফা ব্রিগেড।
• রাফার পশ্চিমে তাল আল-সুলতান পাড়ার দক্ষিণে জাপানিজ গার্ডেন জংশনের কাছে একটি জায়োনিস্ট মারকাভা ট্যাংকে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে দুই লক্ষ মুসলিমকে হত্যার হুমকি বিজেপি নেতার
পরবর্তী নিবন্ধসরবরাহ থাকলেও বেড়েছে সবজি-ডিমের দাম