উত্তর প্রদেশে দাড়ি রাখায় মুসলিম যুবককে কলেজ থেকে বহিষ্কার

0
97
উত্তর প্রদেশে দাড়ি রাখায় মুসলিম যুবককে কলেজ থেকে বহিষ্কার

উত্তর প্রদেশের বেরেলিতে দাড়ি রাখায় এক কলেজ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কলেজ কতৃপক্ষ। সম্প্রতি মোবাইলে ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ফরমান আলী নামক ওই মুসলিম যুবক স্থানীয় একটি ইন্টারমেডিয়েট কলেজের নবম গ্রেডের ছাত্র। ঘটনার শিকার ওই কলেজ ছাত্রের বড় ভাই জিসান আলী স্থানীয় মিডিয়াকে জানান, গত এক মাস যাবৎ কলেজের প্রিন্সিপাল তার ভাইকে দাড়ি সেইভ করার জন্য চাপ দিতে থাকে। ফরমান আলী তা করতে অস্বীকৃতি জানালে তাকে বহিষ্কার এবং পরীক্ষায় ফেল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

৩১ জুলাই ফরমান আলী যথারীতি কলেজে গেলে কলেজের প্রিন্সপাল তাকে ক্লাসে ঢুকতে বাধা দেয়। দাড়ি সেইভ না করার কারণে “ এইটা কোনো মাদ্রাসা নয়, এইটা কলেজ ” বলে হুমকি দিয়েছে বলে জানা গেছে। সে আরো বলে, “যদি তুমি এখানে পড়তে চাও তাহলে অবশ্যই দাড়ি সেইভ করতে হবে নতুবা পড়তে পাড়বে না”। অবশেষে এক পর্যায়ে তাকে বহিষ্কার করা হয়।

প্রিন্সিপালের কাছে দাড়ি সেইভ করার পক্ষে অফিশিয়াল অর্ডার দেখতে চাইলে সে কোনো ডকুমেন্ট দেখাতে পারে নি। সে বার বার একটি কথায় বলতে থাকে “এইটা কলেজ কোনো মাদ্রাসা নয়”। এক পর্যায়ে রাগন্বিত হয়ে সকলকে কলেজ থেকে বের হবার জন্য চাপ দিতে থাকে। ঘটনার শিকার ফরমান আলী ও তার ভাই এর ক্যারিয়ার ধ্বংস করার হুমকিও দেয় ওই প্রিন্সিপাল।


তথ্যসূত্রঃ
1. Bareilly college expels Muslim student over beard, family files complaints with authorities
-https://tinyurl.com/yvvyrmpv
2. ‘This is Not a Madrasa’: Muslim Student Expelled for Keeping Beard in UP’s Bareilly
-https://tinyurl.com/bdeehevr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধডিবি অফিস ও কারাগারে ভয়ংকর নির্যাতনের বর্ণনা দিলেন জবি সমন্বয়ক
পরবর্তী নিবন্ধজরুরি সংকট মোকাবেলায় গম সংরক্ষণে রাখছে ইমারতে ইসলামিয়া প্রশাসন