আফগানিস্তানে আল-আকসা মসজিদের আদলে আল-ফাতাহ মসজিদের উদ্বোধন

0
349

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের বলখ প্রদেশের মাজার-ই-শরীফ শহরে আল-ফাতাহ নামে একটি নতুন মসজিদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এটি ফিলিস্তিনের আল-আকসা মসজিদের আদলে নির্মিত হয়েছে। ২২ মিলিয়ন আফগানি ব্যয়ে নির্মিত এই মসজিদটি একসঙ্গে ২০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

মসজিদটি উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে ইমারতে ইসলামিয়ার কর্মকর্তাগণ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান থেকে ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন জানানো হয় এবং মসজিদটির ধর্মীয় ও সামাজিক গুরুত্ব তুলে ধরা হয়।

মসজিদটি উদ্বোধনের পর স্থানীয় বাসিন্দারা আনন্দ প্রকাশ ও ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের সহানুভূতি ও সমর্থন প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, ফিলিস্তিনে অবস্থিত ইসলামের প্রথম কেবলা আল-আকসা মসজিদ পুনরুদ্ধার ও ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীনতা পক্ষে বরাবরই সমর্থন জানিয়ে আসছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। আফগান জনগণের মাঝে ফিলিস্তিন ও আল-আকসা মসজিদের প্রতি ভালোবাসা ও সমর্থন বৃদ্ধির লক্ষ্যেই মসজিদটি নির্মিত হয়েছে বলে মনে করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. متداول؛ بناء مسجد الفتح في ولاية بلخ بتكلفة 22 مليون أفغاني،
– https://tinyurl.com/46cpydu3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরে সন্ত্রাসী ইসরায়েলি সেনা কমান্ডারসহ ৩ জন নিহত
পরবর্তী নিবন্ধএস আলমের ১ লাখ ১৩ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ