বর্বর ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও অর্ধশত

0
25

০১ নভেম্বর, শুক্রবার মধ্য গাজা উপত্যকার দেইর আল-বালাহ, নুসিরাত এবং জাওয়াইদা এলাকায় বর্বর ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৪৭ ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। ফিলিস্তিনি সরকারী বার্তা সংস্থার বরাত দিয়ে এততথ্য জানিয়েছে আনাদুলু।

বার্তা সংস্থাটি জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত দেইর আল-বালাহ শহর, নুসিরাত শরণার্থী শিবির এবং মধ্য গাজার আল-জাওয়াইদা শহরকে লক্ষ্য করে হামলা চালায় দখলদার বাহিনী। এতে হতাহতের এই ঘটনা ঘটে। নিহতদের মরদেহ দেইর আল-বালার আল-আকসা শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্ন আবাসিক এলাকায় ভয়ঙ্কর ইসরায়েলি বোমা হামলায় আহত হয়েছেন আরও অনেকে। ধ্বংসস্তূপের নিচে এখনও নিখোঁজদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।

আল-আকসা শহীদ হাসপাতালের চিকিৎসা কর্মকর্তারা এপর্যন্ত ৪৭ জনের মৃত্যু এবং অসংখ্য আহতের খবর নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে গাজার অন্যান্য অংশ থেকে বেশ কয়েকটি পরিবার নুসিরাতে আত্মীয়দের সাথে জড়ো হয়েছিল এ সময় তাদের উপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার পরে স্থানীয় বাসিন্দা এবং পথচারীরা আহতদের সাহায্য করতে ছুটে আসলে তাদের উপরও হামলা করে সন্ত্রাসী বাহিনী।


তথ্যসূত্র:
1. 47 Palestinians killed in Israeli strikes on central Gaza Strip
– https://tinyurl.com/5n9yvdwz
2.47 Palestinians brutally massacred in latest Israeli attacks in central Gaza
– https://tinyurl.com/9hb3tt9v

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলি বর্বর হামলা চলছেই; গাজাজুড়ে নিহত আরো ৯৫
পরবর্তী নিবন্ধলেবাননে ইসরায়েলের বর্বর হামলায় নিহত অন্তত ২৫