লেবাননে ইসরায়েলের বর্বর হামলায় নিহত অন্তত ২৫

0
25

লেবাননের বিভিন্ন অঞ্চলে চলমান ইসরায়েলি আগ্রাসনে ০১ নভেম্বর, শুক্রবার সন্ধ্যায় কমপক্ষে ২৫ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। ওয়াফার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে যে দখলদার ইসরায়েলের বিমান হামলার ফলে লেবাননের আমহাজ শহরে এগার জন, নাহলে শহরে চারজন, ইউনিন শহরে সাতজন এবং দেশটির পূর্বে বেকা উপত্যকার লাবুতে তিনজন নাগরিক নিহত হয়েছে।

অবিরাম বোমাবর্ষণ আবাসিক এলাকা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোরও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে যা এই অঞ্চলে মানবিক সংকটকে আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে, অগ্নিনির্বাপক দল তারিয়া শহরে ইসরায়েলি হামলায় আঘাতপ্রাপ্ত একটি বাড়িতে আগুন নেভাতে সক্ষম হয়েছে। এ ভবনটিতে দুইজন নিহত হয়েছে এবং চারজন আহত হয়েছে।

ওয়াফা আরো জানিয়েছে যে, ইসরায়েলি যুদ্ধবিমান নাবাতিয়েহ শহরের আল-মাসলাখ পাড়ায় একটি বাড়িতে আঘাত করলে নাবাতিয়েহ পৌরসভার সদস্য মোহাম্মদ জাবের নিহত হন। হামলায় ভবনটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং আশেপাশের বাড়ি এবং দোকানগুলির উল্লেখযোগ্য ক্ষতি হয়। অনেক প্রচেষ্টার পর উদ্ধার কর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে জাবেরের দেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে।

এছাড়াও ০১ নভেম্বর, শুক্রবার ইসরায়েলি বিমানগুলি বালবেক অঞ্চলের ইয়াত, বওয়াদি, রাস আল-আইন, মাকনেহ, কাসর নাবা, আল-বাজালিয়াহ এবং রাসম আল-হাদাথ পাড়ায় হামলা চালিয়েছে।


তথ্যসূত্র:
1. Dozens killed and injured in ongoing Israeli airstrikes on Lebanon
– https://tinyurl.com/3swm92ph

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবর্বর ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও অর্ধশত
পরবর্তী নিবন্ধপাক-ইরান সীমান্তে আফগানদের হতাহতের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে তালেবান প্রশাসন