বুরকিনান জান্তা বাহিনীর ২টি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছেন মুজাহিদিনরা

0
141

আল-কায়েদা পশ্চিম আফ্রিকা শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) ঘোষণা করেছে যে, দলটির মুজাহিদগণ বুরকিনা ফাসোর জান্তা বাহিনীকে হটিয়ে ২টি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছেন।

আয-যাল্লাকা মিডিয়ার তথ্য অনুযায়ী, জেএনআইএম মুজাহিদগণ গত ২৯ অক্টোবর, বুরকিনা ফাসোর কায়া রাজ্যের টোগোরী এলাকায় একটি অতর্কিত সামরিক অপারেশন পরিচালনা করছেন। এই এলাকায় অবস্থিত বুরকিনান জান্তা বাহিনীর একটি অবস্থান লক্ষ্য করে প্রায় দেড় শতাধিক মুজাহিদ একযোগে অভিযানটি পরিচালনা করছেন। সামরিক অবস্থানে মুজাহিদদের অতর্কিত এই আক্রমণে জান্তা বাহিনীর কয়েক ডজন সৈন্য নিহত এবং আরও বহু সংখ্যক সৈন্য আহত হয়েছে। অন্য সৈন্যরা পালিয়ে গেলে মুজাহিদগণ সাময়িক সময়ের জন্য ঘাঁটির নিয়ন্ত্রণ নেন। পরে এখানে মজুদ করা জান্তা বাহিনীর সমস্ত অস্ত্র শস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম মুজাহিদগণ গনিমত হিসাবে অর্জন করেন।

স্থানীয় সূত্রমতে, জেএনআইএম মুজাহিদদের অতর্কিত এই আক্রমণে জান্তা বাহিনীর অন্তত ২১ সৈন্য নিহত এবং আরও ১০ এরও বেশি সৈন্য আহত হয়েছে। সেই সাথে অনেক সামরিক সরঞ্জাম মুজাহিদিনরা গনিমত হিসাবে নিয়ে গেছেন।

এমনিভাবে গত ৩১ অক্টোবর বৃহস্পতিবার, ওয়াইগায়া রাজ্যের ইউবা-তেও অনুরূপ একটি অতর্কিত অভিযান পরিচালনা করেছেন মুজাহিদিনরা। এই অভিযানটিও জান্তা বাহিনীর একটি সামরিক অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে। ফলশ্রুতিতে অসংখ্য জান্তা সদস্য হতাহত হয়েছে এবং অন্যরা পালিয়ে গেছে। জান্তা বাহিনীর অবশিষ্ট সৈন্যরা পালিয়ে গেলে মুজাহিদগণ সামরিক ঘাঁটিটির নিয়ন্ত্রণ নেন। সেই সাথে শত্রু বাহিনীর ছেড়ে যাওয়া অসংখ্য অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম মুজাহিদগণ গনিমত হিসাবে অর্জন করেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাক-ইরান সীমান্তে আফগানদের হতাহতের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে তালেবান প্রশাসন
পরবর্তী নিবন্ধঢাবিতে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা পুড়িয়ে বয়কটের ডাক