সিরিয়ার আলেপ্পো সিটির পশ্চিমাঞ্চলে আসাদ বাহিনীর বিরুদ্ধে তীব্র সামরিক অপারেশন চালাচ্ছেন মুজাহিদিনরা। গত বুধবার দুপুরের পর থেকে শুরু হওয়া এই অভিযানে অংশ নিয়েছেন অন্তত ১৫ শত মুজাহিদ।
স্থানীয় সূত্রমতে, আলেপ্পোর পশ্চিমাঞ্চলে শুরু হওয়া “রদ্দুল উদওয়ান” অপারেশনের ২৪ ঘন্টায় মুজাহিদিনরা অঞ্চলটির ২০০ বর্গকিলোমিটারেরও বেশি এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছেন। এসময় মুজাহিদদের হাতে অসংখ্য শত্রু সৈন্য হতাহত হওয়া ছাড়াও ২০ নুসাইরি সৈন্য মুজাহিদদের হাতে বন্দী হয়েছে।
জানা যায়, মুজাহিদিনরা তাদের এই সামরিক অপারেশনকে আরও ফলপ্রসু করতে এবং আলেপ্পোর কেন্দ্রের দিকে অগ্রগতি বাড়াতে কৌশলগত একটি নতুন পদক্ষেপ নিয়েছেন।
সেই ধারাবাহিকতায় মুজাহিদিনরা দক্ষিণ-পূর্ব ইদলিবেও নতুন ফ্রন্ট চালু করেছেন। এখন পর্যন্ত দক্ষিণ ইদলিবের ৩টি এলাকা মুজাহিদিনরা শত্রু মুক্ত করতে সক্ষম হয়েছেন। এই রিপোর্ট তৈরি করা পর্যন্ত মুজাহিদিনরা এই অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর সারাকিবের উপকন্ঠে নুসাইরি বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন।
ইদলিবে মুজাহিদদের নতুন ফ্রন্ট খুলার উদ্দেশ্য হচ্ছে, সারাকিব শহর নিয়ন্ত্রণের মাধ্যমে দামেস্ক টু আলেপ্পো M5 মহাসড়ককে কেটে ফেলা। এর ফলে রাজধানীর সাথে আলেপ্পো স্থল সরবরাহ অনেকটাই কমে যাবে। ফলে মুজাহিদিনরা আরও দ্রুততার সাথে আলেপ্পোর কেন্দ্রের দিকে অগ্রসর হতে সক্ষম হবেন।