সন্ত্রাসী ইসরায়েলকে আরও ৬৮০ মিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে আমেরিকা

0
84

মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে তার প্রধান মিত্র ইসরায়েলকে সামরিক ও অর্থনৈতিকভাবে সমর্থন দিয়ে আসছে। মার্কিন সমর্থনে হৃষ্টপুষ্ট হয়ে মধ্যপ্রাচ্যে আগ্রাসন ও গণহত্যার মতো কার্যক্রম চালিয়ে আসছে সন্ত্রাসী ইসরায়েল। পশ্চিমা দেশগুলো অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য ইসরায়েলকে চাপ দেয়ার পরিবর্তে অস্ত্র সরবরাহ করে চলমান গণহত্যায় নিজেদের অংশগ্রহণ অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় এবার ইসরায়েলের কাছে আরও ৬৮০ মিলিয়ন অর্থাৎ ৬৮ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এমন সময় এই অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হলো, যখন বাইডেন প্রশাসন মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলছে।

ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে বাইডেনের যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পরদিন ২৭ নভেম্বর, বুধবার এই অস্ত্র বিক্রি চুক্তির খবর সংবাদমাধ্যমে আসে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যেও একই ধরনের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে নতুন করে চেষ্টা চালানোরও অঙ্গীকার করেছে সে । যদিও বাইডেন অনেকবার এ ধরনের অঙ্গীকার করেছিল, কিন্তু তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।

অস্ত্রের এই প্যাকেজ চূড়ান্ত করা নিয়ে কয়েক মাস ধরে কাজ চলছিল। গত সেপ্টেম্বর মাসে কংগ্রেসের কমিটি এটি যাচাই-বাছাই করে এবং আরও বিস্তৃত পরিসরে পর্যালোচনার জন্য অক্টোবর মাসে তা জমা দেয়। বাইডেন প্রশাসন প্যাকেজটির অনুমোদন দিয়েছে বলে প্রথমে ফিন্যান্সিয়াল টাইমস জানায়। পরে তাদের ওই প্রতিবেদনের সত্যতা নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করে।

সর্বশেষ এই অস্ত্রের চালানোর মধ্যে রয়েছে কয়েক শ বোমা ও সাধারণ বোমাকে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে হামলার উপযোগী করে তোলার কয়েক হাজার সরঞ্জাম। দুটি সংবাদমাধ্যমের প্রতিবেদনেই এ কথা বলা হয়েছে।

অস্ত্র বিক্রির এই সময়টি মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের মিশ্র অবস্থান তুলে ধরেছে। দেশটি এক দিনে যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে নিতে সহযোগিতা করছে, অন্যদিকে ইসরায়েলের কাছে কয়েক শ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা টিকিয়ে রাখার জন্য আমেরিকা সবথেকে বড় অনুঘটক।


তথ্যসূত্র:
1. Biden administration advancing $680 million arms sale to Israel, source says
– https://tinyurl.com/49js8972
2.Biden administration advancing $680m arms sale to Israel, source says
– https://tinyurl.com/42ruapwz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআলেপ্পোয় মুজাহিদদের অগ্রগতি বাড়াতে ইদলিব সিটির সারাকিব উপকন্ঠে তীব্র লড়াই চলছে
পরবর্তী নিবন্ধভিডিও || পাকিস্তানে নামাজরত ব্যক্তিকে কনটেইনার থেকে ফেলে হত্যা করলো আধা-সামরিক বাহিনী