আফগানিস্তানের হেরাত প্রদেশে দীর্ঘ ১৫ বছর ধরে চলমান আরও ১টি উপজাতীয় দ্বন্দ্বের অবসান

0
121

আফগানিস্তানের হেরাত প্রদেশের গুজারা জেলায় দুই পরিবারের মধ্যকার দীর্ঘ ১৫ বছরের বিরোধের চূড়ান্ত অবসান হয়েছে।

সীমান্ত ও উপজাতি বিষয়ক বিভাগের পুনর্মিলন ও সমন্বয় পরিচালক মৌলভী আবদুল রহিম হাফিযাহুল্লাহ বাখতার নিউজ এজেন্সিকে জানান, এ বিরোধটি আলিজাই উপজাতি সম্প্রদায়ের সাথে সংশ্লিষ্ট ছিল, ইতোপূর্বে উভয় পক্ষের মধ্যে একাধিকবার হতাহতের ঘটনা ঘটেছিল। সম্প্রতি তা স্থানীয় কর্তৃপক্ষ, আলেম, উপজাতীয় প্রবীণ ও নেতাদের মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।

এ সমাধানকে সাদরে গ্রহণ করেছেন সংশ্লিষ্ট পরিবারদ্বয়, তারা মধ্যস্থতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ন্যায়সঙ্গত নিষ্পত্তি নিশ্চিত করার জন্য ইমারতে ইসলামিয়ার চলমান প্রচেষ্টারও তারা প্রশংসা করেছেন।

উল্লেখ্য যে, হেরাত প্রদেশের কুশক কোহনা জেলায় বেশ কিছুদিন আগেই দীর্ঘ ৭ বছর ধরে চলমান ১টি বিরোধ নিষ্পত্তি করেছিলেন স্থানীয় কর্তৃপক্ষ।


তথ্যসূত্র:
1. Herat Tribal Dispute Settled After Years of Tension
– https://tinyurl.com/mr2tavpn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় হাসপাতাল চত্বর থেকে ৪৮ লাশ উত্তোলন, বাকি আরো ১৬০
পরবর্তী নিবন্ধবেলুচিস্তানে ট্রেন হামলার সামরিক ব্যর্থতার দায় এড়াতে ইমারতে ইসলামিয়ার উপর ভিত্তিহীন অভিযোগ পাকিস্তানের