বুরকিনায় বেসামরিক মুসলিমদের বিরুদ্ধে জান্তার গণহত্যা অব্যাহত: কঠিন প্রতিশোধের অঙ্গিকার আল-কায়েদার

0
79

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সেনাবাহিনী (জান্তা) এবং এর সাথে যুক্ত মিলিশিয়াদের আক্রমণে শতাধিক বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

গত ১০-১১ মার্চ, দেশটির পশ্চিমে সোলেনজো শহর এবং এর আশেপাশের এলাকায় দেশটির জান্তা বাহিনী ও এর সাথে যুক্ত ভিডিপি বাহিনী কয়েক ডজন বেসামরিক মুসলিম নাগরিককে হত্যা করেছে। স্থানীয় সোশ্যাল মিডিয়ায় গত ১১ মার্চ থেকে প্রচারিত ভিডিওগুলিতে জান্তা বাহিনী কর্তৃক নৃশংস এই গণহত্যার দৃশ্যগুলো ছড়িয়ে পড়েছে।

সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলি প্রচারিত হচ্ছে তা খুবই মর্মান্তিক। জান্তা বাহিনীর সশস্ত্র লোকেরা অত্যন্ত নির্দয়ভাবে ঠান্ডা মাথায় কয়েক ডজন পুরুষ, মহিলা এবং শিশুকে হত্যা করেছে। পরে গণহত্যার শিকার মৃতদেহের উপর দিয়েই জান্তা বাহিনীকে হেঁটে যেতে দেখা যায়, যাদের অনেককেই হাত পা বেঁধে গুলি করে হত্যা করা হয়েছে। ভিডিওগুলোতে দেখা যায়, কয়েক মাসের একটি শিশুকে তার বাবা-মায়ের পাশে মাটিতে শুয়ে চিৎকার করছে।

এমনই ভয়াবহ দৃশ্য সম্বলিত আরেকটি ভিডিওতে দেখা যায়, জান্তা বাহিনীর সদস্যরা কয়েক ডজন লোকের নিথর দেহ দিয়ে একটি মোটরগাড়ি বোঝাই করছে। তারা জীবিত না মৃত তা বলা কঠিন। এই দৃশগুলো ধারণ করার সময় জান্তা বাহিনীর সাথে যুক্ত ভিডিপির দুই সদস্যকে দেখা যায়, তারা নিহত মানবদেহের স্তূপের উপর বসে, সামান্যতম সম্মান ছাড়াই, তাদের সহকর্মীদের সাথে মজা করছে।

এই গণহত্যার একটি ভিডিওতে, এক মিলিশিয়া সদস্যকে আক্রান্ত গ্রামের একজন মহিলাকে উদ্দেশ্য করে বলতে শোনা যাচ্ছিল:

“তোমরা ফুলানিরা কি মনে করছো বুরকিনা ফাসো দখল করতে পারবে? তোমরা কখনোই দখল করতে পারবে না! তোমাদের নিশ্চিহ্ন করে দেয়া হবে। বন্দুকধারীরা কোথায়? তোমরা জানো না তারা কোথায়? আমরা তোমাদের শেষ করে দেব।”

ভিডিওর এই অংশ দেখে বুঝা যাচ্ছিল যে, গণহত্যায় নিহতরা এই অঞ্চলে বসবাসকারী মুসলিম ফুলানি বেসামরিক নাগরিক ছিলেন। যাদেরকে আল-কায়েদা সংশ্লিষ্ট ‘জেএনআইএম’কে সমর্থন করার জন্য অভিযুক্ত করেছে জান্তা বাহিনী।

এদিকে খুব শীগ্রই এই গণহত্যার প্রতিশোধ নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে আল কায়েদা সংশ্লিষ্ট মুজাহিদিন সংগঠন জেএনআইএম।

সোলেনজো শহরের আশপাশে ফুলানি সম্প্রদায়ের উপর জান্তা বাহিনী কর্তৃক উক্ত নৃশংসতার প্রতিক্রিয়ায়, প্রতিরোধ বাহিনী জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) সহিংসতার নিন্দা জানিয়ে ৫ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে এই অঞ্চলের দায়িত্বে থাকা জেএনআইএম’এর সেকেন্ড ইন কমান্ড উসমান ডিকো তাঁর বক্তব্যে, সোলেনজোতে ফুলানি বেসামরিক নাগরিকদের উপর সাম্প্রতিক সহিংসতার প্রতি মনোযোগ দেওয়ার জন্য জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি জানান, বুরকিনান সেনাবাহিনী দেশটির সেব্বা, জিবো এবং অন্যান্য স্থানে নারী ও শিশুদের উপর একই ধরণের নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে। তিনি বলেন, যদি “জেএনআইএম” যোদ্ধারাও ভিডিপির মতো আচরণ করতো, তবে বুরকিনা ফাসোতে জান্তা ও ভিডিপি সদস্যদের বংশ ও গোত্রের কোনও অস্তিত্ব থাকতো না। অথচ, জান্তা ও ভিডিপি’র সদস্যরা বছরের পর বছর ধরে এই অঞ্চলের বেসামরিক মুসলিমদের বিরুদ্ধে এমন নৃশংস আচরণ করে আসছে।

ভিডিও বার্তায় ‘জেএনআইএম’ এর সেকেন্ড ইন কমান্ড জনগণকে আস্বস্ত করে বলেন, “নৃশংস এই গণহত্যার শিকার ব্যক্তিরা চাই ফুলানি হোক বা না হোক” খুব শীগ্রই তাদের বিরুদ্ধে পরিচালিত জান্তা বাহিনীর এই গণহত্যার প্রতিশোধ নেওয়া হবে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/4j9az97m

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট || ইমারতে ইসলামিয়ায় ৫১৩ সেনা সদস্যের কমান্ডো প্রশিক্ষণ সম্পন্ন
পরবর্তী নিবন্ধদেশে ফিরল আরাকান আর্মির হাতে আটক ২৬ জেলে