
গাজার উত্তরে বেইত লাহিয়া এলাকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের ড্রোন হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন সাংবাদিক রয়েছেন। এ হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ১৫ মার্চ, শনিবার একটি ত্রাণ সহায়তা দলের ওপর এই চালানো হয়, যাদের সঙ্গে সাংবাদিক ও আলোকচিত্রীরা ছিলেন। নিহতদের মধ্যে অন্তত তিনজন স্থানীয় সাংবাদিক রয়েছেন।
শনিবার, গাজার বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানান, ’নয়জন শহীদকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যার মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক এবং আল-খাইর চ্যারিটেবল অর্গানাইজেশনের বেশ কয়েকজন কর্মীও রয়েছেন’।
তিনি বলেন, ’বেইত লাহিয়া শহরে একটি ড্রোন দিয়ে একটি গাড়ি লক্ষ্য করে দখলদার ইসরায়েলের হামলার ফলে এই হত্যাকাণ্ড ঘটেছে। এই এলাকায় দখলদার ইসরায়েল কামান হামলাও চালিয়েছে বলে তিনি জানান।
ফিলিস্তিনি সাংবাদিকদের সুরক্ষা কেন্দ্র এক বিবৃতিতে জানায়, সাংবাদিকরা ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের শিকার ফিলিস্তিনিদের জন্য চলমান মানবিক সহায়তা কার্যক্রম নথিভুক্ত করছিলেন।
বেইত লাহিয়ার এ হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তবে এটি প্রথম হামলা নয়। গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোনগুলোকে নিয়মিত চক্কর দিতে দেখা যাচ্ছে। রাফাহ শহরে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন যে, শনিবার তারা কয়েকবার ইসরায়েলি হামলার শিকার হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের হামলায় অন্তত ৪৮ হাজার ৫৪৩ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১১ হাজার ৯৮১ জন আহত হয়েছেন। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজদের হিসাব অন্তর্ভুক্ত করলে এ সংখ্যা ৬১ হাজার ছাড়িয়ে যেতে পারে।
তথ্যসূত্র:
1. Israel kills at least nine Palestinians, including journalists, in Gaza
– https://tinyurl.com/3jvcvnxe
2. Nine killed in Israeli attack in northern Gaza, officials say, in deadliest strike since ceasefire began
– https://tinyurl.com/2s3kt3rb